Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Virat Kohli

আউট হতেই রেগে লাল বিরাট, ঝামেলা বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে, শান্ত করলেন শাকিব

আউট হয়ে প্রথমে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকেন বিরাট। বুঝতে পারছিলেন তিনি সাজঘরে ফেরা মানে দল আরও বিপদে পড়ল। সেই সময়ই তাঁকে কিছু বলেন বাংলাদেশের ক্রিকেটাররা।

বিরাট কোহলিকে শান্ত করতে এগিয়ে আসেন আম্পায়ার।

বিরাট কোহলিকে শান্ত করতে এগিয়ে আসেন আম্পায়ার। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ ১৮:৩৭
Share: Save:

মাত্র ১ রান করে আউট বিরাট কোহলি। ২২ বল খেলেই শেষ মীরপুরে তাঁর দ্বিতীয় ইনিংস। মেহেদি হাসান মিরাজের বলের স্পিন বুঝতে পারেননি। ব্যাটে লেগে বল চলে যায় মোমিনুল হকের হাতে। হতভম্ব হয়ে যান বিরাট। প্রথমে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকেন। বুঝতে পারছিলেন, তিনি সাজঘরে ফেরা মানে দল আরও বিপদে পড়ল। সেই সময়ই তাঁকে কিছু বলেন বাংলাদেশের ক্রিকেটাররা। রেগে যান বিরাট। শান্ত করেন শাকিব আল হাসান।

মীরপুরে তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৫/৪। জয়ের জন্য প্রয়োজন আরও ১০০ রান। বিরাট যখন আউট হন, তখন ভারতের ছিল ৩৭ রান। আলো কমে আসছিল। মীরপুর পিচে খেলাও কঠিন হচ্ছিল। কোহলির উইকেটের সেই সময় বাংলাদেশের কাছে বিরাট দাম। পেয়েও যান মেহেদিরা। হতাশ বিরাটকে কিছু বলেন তাঁরা। সেটা শুনে বিরাট বেরিয়ে যেতে গিয়েও ফিরে আসেন। তিনি যে রেগে গিয়েছেন তা বোঝা যাচ্ছিল। কিন্তু কে তাঁকে কথা শুনিয়েছেন তা বোঝা যায়নি। বাংলাদেশের অধিনায়ক শাকিব এগিয়ে আসেন বিরাটের কাছে। তাঁকে শান্ত হতে বলেন। বিরাট বাংলাদেশের অন্য ক্রিকেটারদের দিকে দেখিয়ে কিছু বলেন। আম্পায়াররাও চলে আসেন বিরাটের কাছে। ঝামেলা বড় হওয়ার আগেই বিরাট ফিরে যান সাজঘরের দিকে। শাকিবও দলের কাছে ফিরে গিয়ে ক্রিকেটারদের বোঝান।

প্রথম ইনিংসে ২৪ রান করেছিলেন বিরাট। তাস্কিন আহমেদের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়েছিলেন। অফস্টাম্পের বাইরের বলে খেলার রোগ সারছে না তাঁর। এ বার ঘূর্ণি পিচে স্পিন সামলাতে গিয়েও মুশকিল হল বিরাটের। টি-টোয়েন্টি বিশ্বকাপে যে রকম ভাবে রান করছিলেন তিনি, সেটা বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে দেখা গেল না।

বিরাটের আউটের পর বিতর্ক। থামাতে আম্পায়ারকেও এগিয়ে আসতে হল।

বিরাটের আউটের পর বিতর্ক। থামাতে আম্পায়ারকেও এগিয়ে আসতে হল। ছবি: পিটিআই

তৃতীয় দিনের শেষে বেশ চাপে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জন্য মাত্র ১৪৫ রান প্রয়োজন ছিল। কিন্তু মীরপুরের পিচে সেই রানই এখন বড় মনে হচ্ছে ভারতীয় দলের। শেষ বেলায় ব্যাট করতে নেমে ৪৫ রানে ৪ উইকেট হারাল ভারত। সাজঘরে লোকেশ রাহুল, শুভমন গিল, চেতেশ্বর পুজারা এবং বিরাট কোহলি। জয়ের জন্য আরও ১০০ রান প্রয়োজন ভারতের। বাংলাদেশের চাই ৬ উইকেট।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE