এক দিনের সিরিজ় হেরে সতীর্থদের সতর্ক করলেন রোহিত। ফাইল ছবি।
অস্ট্রেলিয়ার কাছে এক দিনের সিরিজ় হেরে অজুহাত দেওয়ার রাস্তায় হাঁটলেন না রোহিত শর্মা। দলের ব্যর্থতা মেনে নিলেন ভারতীয় দলের অধিনায়ক। রোহিতের বক্তব্য, লক্ষ্য খুব বড় ছিল না। তবুও তাঁরা সঠিক ভূমিকা পালন করতে পারেননি।
ম্যাচের পর রোহিত বলেন, ‘‘আমার মনে হয় না খুব বড় রানের লক্ষ্য ছিল আমাদের। তবে দ্বিতীয়ার্ধে উইকেট একটি চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল। তবু বলব, আমরা ভাল ব্যাট করতে পারিনি। জুটি তৈরি করা প্রয়োজন ছিল। একটাও ভাল জুটি তৈরি করতে পারিনি আমরা। এই ধরনের উইকেটে খেলেই আমরা বড় হয়েছি। এই রকম উইকেটেই আমরা খেলা শিখেছি। অথচ আমরা অনেকেই খারাপ ভাবে আউট হলাম। কখনও কখনও নিজেকে একটু বেশি প্রয়োগ করতে হয়। সুযোগ তৈরি করে নিতে হয় নিজেকে। এক জন্য ব্যাটারের জন্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। খেলাটার গভীরে যেতে হলে এটা করতে হয়। আমরা সকলেই চেষ্টা করেছি, কিন্তু পারিনি।’’
বিশ্বকাপের আগে এই ম্যাচগুলিকে আগামী দিনের শিক্ষা হিসাবেই দেখছেন রোহিত। সতীর্থদের কিছুটা সতর্কও করেদিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। রোহিত বলেছেন, ‘‘গত জানুয়ারি থেকে এই নিয়ে আমরা ন’টি এক দিনের ম্যাচ খেললাম। এই ম্যাচগুলি থেকে আমরা অনেক ইতিবাচক দিক পেয়েছি। তাও বলব এটা দলগত ব্যর্থতা। আমাদের হাতে আর পাঁচ সময় আছে। এই ধরনের পরিবেশেই বিশ্বকাপ খেলতে হবে।’’
দলের ব্যাটারদের পারফরম্যান্সে রোহিত খুশি না হলেও বোলারদের প্রশংসা করেছেন। বিশেষ করে স্পিনারদের পারফরম্যান্সে তিনি খুশি। সিরিজ জয়ের জন্য কৃতিত্ব দিয়েছেন অস্ট্রেলিয়া দলকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy