শরীর ছুড়ে স্টিভ স্মিথের ক্যাচ নিলেন লোকেশ রাহুল। —ফাইল চিত্র
এক দিনের ক্রিকেটে প্রথম একাদশে লোকেশ রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে বাদ যাওয়া রাহুলকে সাদা বলের ক্রিকেটে ফেরাল ভারত। দীর্ঘ দিন রান পাচ্ছেন না। ওপেনিং থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। উইকেটরক্ষক হিসাবে খেলানো হচ্ছে রাহুলকে। এ যাত্রায় ব্যর্থ হলে ভারতীয় দল থেকে বাদ পড়ার সম্ভাবনাও রয়েছে। এমন অবস্থায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উইকেটের পিছনে দাপট রাহুলের।
স্টিভ স্মিথের ক্যাচ নিলেন রাহুল। হার্দিক পাণ্ড্যর বলে শরীর ছুড়ে ক্যাচ নিলেন তিনি। মহম্মদ সিরাজের বলেও একটি ক্যাচ নেন। কিন্তু শুধু ক্যাচ নেওয়া নয়, রাহুলের দাপট ছিল সব সময়ই। একাধিক বার দেখা রাহুলের মতামতের উপর নির্ভর করে রিভিউ নিচ্ছে ভারত। এক বার মাত্র ভুল সিদ্ধান্ত নিলেন তিনি। মহম্মদ শামির বল জস ইংলিসের ব্যাটে লেগে তাঁর হাতে গিয়েছে বলে মনে করেন রাহুল। রিভিউ নিতে বলেন হার্দিককে। কিন্তু সেখানে দেখা যায় বল লাগেনি ব্যাটে। পরের বলেই শামি উইকেট তুলে নেন।
কিন্তু সেটা ছাড়া রাহুলের আর কোনও ভুল দেখা যায়নি। ওয়াইড বলেও যে ভাবে শরীর ছুড়ে দিলেন, তাতে বোঝাই যাচ্ছিল ভাল খেলতে কতটা বদ্ধপরিকর রাহুল। ভারতীয় দলও তাঁকে সুযোগ দিতে চাইছে। দলে ঈশান কিশন থাকলেও উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে রাহুলকে। যদিও ঋষভ পন্থ ফিরে এলে তাঁকেই সুযোগ দেওয়া হবে। তত দিনে রাহুলকে নিজের জায়গা পাকা করে ফেলতে হবে।
Edged and taken!@hardikpandya7 strikes and how good was that grab behind the stumps from @klrahul 💪
— BCCI (@BCCI) March 17, 2023
Steve Smith departs.
Watch his dismissal here 👇👇#INDvAUS @mastercardindia pic.twitter.com/yss3sj4N4z
তিন ধরনের ক্রিকেটেই ভারতের হয়ে শতরান রয়েছে রাহুলের। এক দিনের ক্রিকেটে ৫১টি ম্যাচে ১৮৭০ রান রয়েছে তাঁর। করেছেন পাঁচটি শতরান। ৫০ ওভারের ক্রিকেটে শেষ শতরান এসেছিল ২০২১ সালে। এক দিনের ক্রিকেটে দু’বছর শতরান নেই তাঁর ব্যাটে। ওপেন করতে নেমে বার বার ব্যর্থ হওয়ার পর মিডল অর্ডারে খেলবেন তিনি। সেখানে সাফল্য পাওয়ার চাপ রয়েছে রাহুলের উপর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy