Advertisement
২২ জানুয়ারি ২০২৫
India vs Australia

টপকে গেলেন কোহলিকে, ‘ব্যাটার’ শামিকে দেখে চমকে গেল নাগপুর

জাডেজা আউট হওয়ার পর খেলতে নামেন শামি। তাঁর আগ্রাসী ব্যাটিং দেখে চমকে গিয়েছিলেন সাজঘরে বসে থাকা সতীর্থরা। কোনও অজি বোলারকেই পরোয়া করছিলেন না শামি। টপকে গেলেন কোহলিকেও।

file pic of virat kohli and mohammed shami

তিন ছক্কায় কোহলিকে টপকে গেলেন শামি। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৭
Share: Save:

শনিবার দিনের শুরুটা দুর্দান্ত হয় ভারতের। রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পটেল ফিরে যাওয়ার পর ব্যাট হাতে মাতিয়ে দেন মহম্মদ শামি। আক্রমণাত্মক ব্যাটিং করে ৪৭ বলে ৩৭ রান করেন তিনি। সেই ইনিংসে তিনটি ছয় মেরে বিরাট কোহলিকে টপকে গিয়েছেন শামি।

জাডেজা আউট হওয়ার পর খেলতে নামেন শামি। তাঁর আগ্রাসী ব্যাটিং দেখে চমকে গিয়েছিলেন সাজঘরে বসে থাকা সতীর্থরা। কোনও অজি বোলাককেই পরোয়া করছিলেন না শামি। অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার টড মারফিকে জোড়া ছক্কা মারেন তিনি। সেই ফাঁকেই কোহলিকে টপকে যান তিনি। টেস্টে কোহলির থেকে বেশি ছয় মারলেন তিনি।

কোহলি ১০৫টি টেস্ট খেলেছেন। ১৭৮টি ইনিংসে তিনি ২৪টি ছক্কা মেরেছেন। অন্য দিকে শামি ৮১তম টেস্টের ৮৫তম ইনিংসে কোহলিকে টপকে গিয়ে ২৫টি ছক্কা মারেন। শুধু কোহলিই নয়, ছক্কা মারার ব্যাপারে বোলার শামি ভারতের অনেক প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারকেই পিছনে ফেলে দিয়েছেন। রাহুল দ্রাবিড় (২১), ভিভিএস লক্ষ্মণ (৫), গুন্ডাপ্পা বিশ্বনাথ (৬), দিলীপ বেঙ্গসরকর (১৭), চেতেশ্বর পুজারা (১৫), মহম্মদ আজহারউদ্দিনের (১৯) আগে রয়েছেন অশ্বিন।

ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ছয় মারার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন বীরেন্দ্র সহবাগ (৯০)। তার পরে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (৭৮)। এর পর সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, কপিল দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়রা রয়েছেন।

অন্য বিষয়গুলি:

India vs Australia Mohammed Shami Virat Kohli Virender Sehwag MS Dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy