বলের পাশাপাশি ব্যাট হাতেও নজর কাড়লেন উমেশ যাদব। বিরাট কোহলিকে ছুঁলেন তিনি। —ফাইল চিত্র
ইনদওরে প্রথম ইনিংসে ব্যর্থ ভারতীয় ব্যাটাররা। মাত্র ১০৯ রানে অলআউট হয়ে গিয়েছে দল। কিন্তু তার মধ্যেই বিনোদন দিয়েছেন উমেশ যাদব। তবে বল হাতে নয়, ব্যাট হাতে। শেষ দিকে তাঁর ১৩ বলে ১৭ রানের দৌলতে ১০০ পার করেছে ভারত। ব্যাট হাতে বিরাট কোহলিকে ছুঁয়ে ফেলেছেন উমেশ।
১৭ রানের ইনিংসে ২টি ছক্কা মেরেছেন উমেশ। টেস্টে এখনও পর্যন্ত ২৪টি ছক্কা মেরেছেন তিনি। টেস্টে কোহলিরও ছক্কার সংখ্যা ২৪টি। শুধু কোহলিকে ছুঁয়ে ফেলা নয়, নিজের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে ছাপিয়ে গিয়েছেন উমেশ। টেস্টে শাস্ত্রী ২২টি ছক্কা মেরেছেন। ইনদওরে শাস্ত্রীকে ছাপিয়ে গিয়েছেন উমেশ।
টেস্টে ছক্কার তালিকায় ভারতীয় ব্যাটারদের মধ্যে ১৭তম স্থানে রয়েছেন উমেশ। এই তালিকায় শীর্ষে বীরেন্দ্র সহবাগ। টেস্টে ৯১টি ছক্কা মেরেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা মহেন্দ্র সিংহ ধোনি মেরেছেন ৭৮টি ছক্কা।
ইনদওরে তৃতীয় টেস্টে ধীরে ধীরে আরও পিছিয়ে পড়ছে ভারত। দলের ব্যাটারদের ব্যর্থতার পরে বোলাররাও খুব একটা ভাল বল করতে পারেনি। পিচকে কাজে লাগাতে ব্যর্থ রবিচন্দ্রন অশ্বিনরা। অন্য দিকে প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার দিকে এগোচ্ছে অস্ট্রেলিয়া। এই টেস্ট জিততে হলে দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাট করতে হবে রোহিত শর্মাদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy