দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে নতুন মাইল ফলক স্পর্শ জাডেজার। ফাইল ছবি।
নাগপুরে যে মাইক ফলক স্পর্শ করতে পারেননি, তা দিল্লি টেস্টের প্রথম দিনেই ছুঁয়ে ফেললেন রবীন্দ্র জাডেজা। টেস্ট ক্রিকেটে ২৫০০ রানের পাশাপাশি সংগ্রহ করলেন ২৫০টি উইকেট। নিজের ৬২তম টেস্টে এই মাইল ফলক স্পর্শ করলেন বাঁহাতি অলরাউন্ডার। এক সঙ্গে টপকে গেলেন ইমরান খান, কপিল দেব, রিচার্ড হ্যাডলি, শন পোলকদের মতো প্রাক্তনদের।
টেস্ট ক্রিকেটে ২৫০০ রান এবং ২৫০ উইকেট সংগ্রহ নতুন কিছু নয়। জাডেজা এই মাইল ফলক স্পর্শ করলেন দ্বিতীয় দ্রুততম হিসাবে। সব থেকে কম টেস্ট খেলে এই মাইল ফলক স্পর্শ করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বথাম। তিনি ৫৫তম টেস্টে ২৫০০ রান এবং ২৫০ উইকেট পূর্ণ করেছিলেন। তাঁর থেকে কম টেস্ট খেলে বিশ্বের কোনও ক্রিকেটার এই মাইল ফলক স্পর্শ করতে পারেননি। তালিকায় বথামের পরেই রইলেন জাডেজা।
শুক্রবার অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার উসমান খোয়াজাকে আউট করে টেস্টে ২৫০তম উইকেট নেন। জাডেজা টপকে গেলেন ইমরান, কপিল, হ্যাডলি, পোলকের মতো প্রাক্তন অলরাউন্ডারদের। টপকে গেলেন সতীর্থ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকেও। ইমরান ৬৪টি, কপিল ৬৫টি, হ্যাডলি ৭০টি, পোলক ৭১টি এবং অশ্বিন ৭৫টি টেস্ট খেলে এই মাইল ফলক স্পর্শ করেছিলেন। ভারতের পঞ্চম ক্রিকেটার হিসাবে এই মাইল ফলক স্পর্শ করলেন জাডেজা। কপিল, অশ্বিন ছাড়াও অনিল কুম্বলে এবং হরভজন সিংহের টেস্ট ক্রিকেটে ২৫০০ রান করার এবং ২৫০ উইকেট নেওয়ার নজির রয়েছে।
চতুর্থ দ্রুততম ভারতীয় হিসাবে টেস্টে ২৫০টি উইকেট পূর্ণ করলেন জাডেজা। সব থেকে কম টেস্ট খেলে ২৫০টি উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড অশ্বিনের দখলে। তিনি ৪৫তম টেস্টে ২৫০টি উইকেট পূর্ণ করেছিলেন। ভারতীয়দের বোলারদের মধ্যে অশ্বিনের পর রয়েছেন কুম্বলে (৫৫টি টেস্টে), বিষেন সিংহ বেদি (৬০টি টেস্টে), হরভজন (৬১টি টেস্টে)। চতুর্থ স্থানে এত দিন ছিলেন কপিল (৬৫টি টেস্টে)। এই ক্ষেত্রেও তাঁকে ছাপিয়ে গেলেন জাডেজা।
Milestone 🚨 - @imjadeja becomes the fastest Indian and second fastest in world cricket to 250 Test wickets and 2500 Test runs 🫡🫡#INDvAUS pic.twitter.com/FjpuOuFbOK
— BCCI (@BCCI) February 17, 2023
ICYMI - WHAT. A. CATCH 😯😯
— BCCI (@BCCI) February 17, 2023
WOW. A one-handed stunner from @klrahul to end Usman Khawaja’s enterprising stay!#INDvAUS pic.twitter.com/ODnHQ2BPIK
জাডেজার ২৫০তম উইকেটের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ভারতীয় দলের সহ-অধিনায়ক লোকেশ রাহুলের। পয়েন্ট অঞ্চলে এক হাতে অনবদ্য ক্যাচ নেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy