আমদাবাদ টেস্টে রান পেলেন বিরাট কোহলি। ছবি: পিটিআই
অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামলেন ম্যাট কুহনেমান এবং ট্রেভিস হেড। তাঁরা ৬ ওভার ব্যাট করেন। ভারত কোনও উইকেট তুলতে পারল না। তিন রান করেছে অস্ট্রেলিয়া।
শেষ মুহূর্তে ভুল করলেন বিরাট। ১৮৬ রানে আউট হলেন তিনি। তাঁর শতরানে ভর করেই ৯১ রানে লিড নিল ভারত।
Stumps on Day 4⃣ of the Fourth #INDvAUS Test!#TeamIndia 88 runs ahead in the Final Test and Australia will resume batting tomorrow at 3/0.
— BCCI (@BCCI) March 12, 2023
We will back tomorrow with Day 5 action!
Scorecard - https://t.co/8DPghkx0DE @mastercardindia pic.twitter.com/Rf72OD81YR
থামার কোনও লক্ষণ নেই বিরাটের। ১৫০ রান পার করলেন তিনি। অস্ট্রেলিয়ার ৪৮০ রানের গণ্ডিও পার করে গিয়েছে ভারত।
টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেটে শতরানের খরা কেটে গিয়েছিল আগেই। এ বার লাল বলের ক্রিকেটেও শতরান। ইডেনের পর আমদাবাদ। মাঝে ১২০৫ দিনের দীর্ঘ অপেক্ষা। টেস্ট শতরান এল বিরাট কোহলির ব্যাটে। তা-ও আবার দেশের মাটিতে ৫০তম টেস্ট খেলতে নেমে। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫তম শতরান করে ফেললেন বিরাট।
নাথান লায়নের বলে আউট শ্রীকর ভরত। অনভিজ্ঞ উইকেটরক্ষক মধ্যাহ্নভোজের পর আক্রমণাত্মক হয়ে ওঠেন। এক ওভারে দু’টি ছক্কা এবং একটি চার মারেন তিনি। ৮৮ বলে ৪৪ রান করেন ভরত।
ভারতীয় দলে আবার চোটের চিন্তা। শ্রেয়স আয়ারের পিঠে ব্যথা। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্ক্যান করার জন্য। আমদাবাদে চতুর্থ দিনের সকালে রবীন্দ্র জাডেজা আউট হতে তাই ব্যাট করতে নামলেন শ্রীকর ভরত। শ্রেয়স এই টেস্টে খেলতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়।
হঠাৎ আউট জাডেজা। যিনি ধীরে ধীরে ইনিংস গড়ছিলেন, সেই জাডেজা হঠাৎ আক্রমণাত্মক হয়ে গেলেন। তাতেই নিজের উইকেট দিয়ে এলেন জাডেজা।
৩০০ রান তুলে ফেলল ভারত। অস্ট্রেলিয়ার থেকে এখনও ১৮০ রানে পিছিয়ে তারা। ক্রিজে রয়েছেন বিরাট এবং জাডেজা।
300 up for #TeamIndia.@imVkohli & @imjadeja going strong with a 55-run partnership.
— BCCI (@BCCI) March 12, 2023
Live - https://t.co/8DPghkwsO6 #INDvAUS @mastercardindia pic.twitter.com/bSEvojUTmi
অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ভারত ২৮৯/৩। শতরান করেছেন শুভমন গিল। তিনি আউট হয়ে গেলেও ক্রিজে রয়েছেন বিরাট কোহলি। তিনি ৫৯ রানে অপরাজিত। সঙ্গে রয়েছেন রবীন্দ্র জাডেজা (১৬)। ভারত তৃতীয় দিনের শেষে পিছিয়ে ছিল ১৯১ রানে।
Stumps on Day 3⃣ of the Fourth #INDvAUS Test!
— BCCI (@BCCI) March 11, 2023
Brilliant batting display by #TeamIndia as we move to 289/3 at the end of day's play.
We will be back with Day 4 action tomorrow, with India trailing by 191 runs.
Scorecard ▶️ https://t.co/8DPghkx0DE@mastercardindia pic.twitter.com/itAO7Wb1un
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy