ফাইল চিত্র।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের সঙ্গেই প্রতিযোগিতার সেরা একাদশ দলেরও নেতৃত্ব পেলেন ভারতের যশ ধুল। রবিবার এক বিবৃতিতে সেই খবর জানিয়েছে আইসিসি।
ঘোষিত বারোজনের দলে যশ ছাড়া ভারত থেকে জায়গা পেয়েছেন আরও দুই ক্রিকেটার। তাঁরা হলেন অলরাউন্ডার রাজ বাওয়া এবং স্পিনার ভিকি অস্তোয়াল। অধিনায়ক যশ সদ্যসমাপ্ত বিশ্বকাপে মোট ২২৯ রান করেছেন। তার মধ্যে রয়েছে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঝলমলে সেঞ্চরি। রাজ বাওয়ার মোট রান ২৫২। তার মধ্যে রয়েছে উগান্ডার বিরুদ্ধে এ বারের বিশ্বকাপেই অপরাজিত ১৬২ রানের দুর্দান্ত ইনিংস। এ ছাড়াও ফাইনালেও তিনি ম্যাচের সেরার পুরস্কার পান। বল হাতে পাঁচ উইকেট নেওয়ার সঙ্গে ব্যাটেও মূল্যবান ৩৫ রান করেন। প্রতিযোগিতায় তিনি মোট নয় উইকেট নিয়েছেন। ভিকি অস্তোয়াল ছয় ম্যাচে পেয়েছ়েন ১২ উইকেট। সেরা বোলিং করেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই ম্যাচে তিনি ২৮ রানে পাঁচ
উইকেট নেন।
ঘোযিত দলে রয়েছেন প্রতিযোগিতার সেরা ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। রানার্স ইংল্যান্ড থেকে এই দলে ডাক পেয়েছেন দুই ক্রিকেটার।
চ্যাম্পিয়ন হয়ে ভারত-অধিনায়ক যশ মজা করে বলেছেন, এ বার দলের প্রত্যেকে প্রাণ ভরে আইসক্রিম খেতে পারবেন। প্রতিযোগিতা চলাকালীন ক্রিকেটাররা খাওয়া-দাওয়ায় ছিল কঠোরতম নিয়ম। ‘‘হোটেলে আমাদের দলের প্রত্যেকের ঘরে আইসক্রিম পৌঁছে গিয়েছে। এখন আমাদের শুধুই উৎসব করার সময়। এ’কদিন উল্টোপাল্টা কিছুই আমরা মুখে তুলিনি। তবে এখন আর আইসক্রিম খেতে কোনও বাধা থাকল না,’’ বলেছেন যশ। তিনি এও বলেন, ‘‘ভারতের কাছে এটা একটা গর্বের মুহূর্ত। আমরা মাথা ঠান্ডা রেখে খেলেছি। কোনও অবস্থায় মনঃসংযোগ নষ্ট হতে দিইনি।’’
আইসিসির ঘোষিত দল: যশ ধুল, রাজ বাওয়া, ভিকি অস্তোয়াল (ভারত), হাসিবুল্লা খান (উইকেটকিপার, পাকিস্তান) আওয়াইশ আলি (পাকিস্তান), তিয়াগু উইলি (অস্ট্রেলিয়া), ডেওল্ডাড ডেভিস (কক্ষিণ আফ্রিকা), টম প্রেস্ট, জস বাইডেন (ইংল্যান্ড), রিপন মণ্ডল (বাংলাদেশ), নূর আহমেদ (আফগানিস্তান)।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy