ছবি: রয়টার্স
পন্থের শতরানে ভর করে ম্যাঞ্চেস্টারে জিতল ভারত। সিরিজও রোহিতদের।
দলকে জয়ের পথে নিয়ে যেতে বড় রান দরকার ছিল তাঁর ব্যাটে। সেটাই করলেন পন্থ।
সাজঘরে ফিরে গিয়েছেন রোহিত, শিখর, বিরাট এবং সূর্যকুমার। ভারতের শুরুর দিকের ব্যাটাররা ফের ব্যর্থ। গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ভরসা পন্থ এবং হার্দিক।
ম্যাচ এবং সিরিজ জিততে ভারতের প্রয়োজন ২৬০ রান।
Innings Break!
— BCCI (@BCCI) July 17, 2022
England are all out for 259 in 45.5 overs.
Hardik Pandya was pick of the bowlers with figures of 4/24 in 7 overs.
Scorecard - https://t.co/radUqNrOn1 #ENGvIND pic.twitter.com/RvZQvaPCqT
ওভারটন এবং টপলেকে ফিরিয়ে দিলেন চহাল। ২৫৯ রানে শেষ ইংল্যান্ডের ইনিংস।
৮ উইকেট হারালেও ২৫১ রান তুলে ফেলল ইংল্যান্ড। ক্রিজে রয়েছেন ওভারটন এবং কার্স।
লিয়াম লিভিংস্টোন এবং জস বাটলারকে ফিরিয়ে দিলেন হার্দিক। এক ওভারে নিলেন দুই উইকেট। শরীর ছুড়ে জাডেজার নেওয়া ক্যাচ ফিরিয়ে দেয় বাটলারকে।
পাঁচ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে নিল ইংল্যান্ড। ক্রিজে এখনও রয়েছেন বাটলার। তাঁর সঙ্গে খেলছেন লিভিংস্টোন।
জাডেজার বলে স্টাম্প মইন আলি। ৩৪ রানে আউট তিনি। বাটলারের সঙ্গে ক্রিজে যোগ দিলেন লিভিংস্টোন।
A sharp catch behind the stumps from @RishabhPant17 as Moeen Ali departs.@imjadeja picks up his first wicket of the game.
— BCCI (@BCCI) July 17, 2022
Live - https://t.co/radUqNrOn1 #ENGvIND pic.twitter.com/IHwMcTD3ke
চার উইকেট হারিয়ে ইংল্যান্ড তুলল ৮৪ রান। ১৮ ওভার শেষে ক্রিজে রয়েছেন বাটলার এবং মইন।
স্টোকসকেও ফেরালেন হার্দিক। নিজের বলেই ক্যাচ নিলেন তিনি। ২৭ রানে আউট স্টোকস।
The sprint and the catch, Ben Stokes is caught and bowled by @hardikpandya7 as England lose their fourth.
— BCCI (@BCCI) July 17, 2022
Live - https://t.co/qaVcGcMElB #ENGvIND pic.twitter.com/9hq3VPsfWi
ক্রিজে স্টোকসের সঙ্গে বাটলার। ১০ ওভারে ইংল্যান্ড তুলল ৬৬ রান। ফিরে গিয়েছেন তিন ব্যাটার।
স্টোকসের সঙ্গে রয়ের জুটি ভাঙলেন হার্দিক। রয়কে ফিরিয়ে দিলেন তিনি। ৪১ রানে আউট রয়।
দুই উইকেট হারিয়েও রানের গতি কমল না ইংল্যান্ডের। পাঁচ ওভারে উঠল ৩২ রান। ক্রিজে জেসন রয় এবং বেন স্টোকস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy