চোট পেয়ে বেরিয়ে যাচ্ছেন সিরাজ। ছবি পিটিআই।
দিনের শুরুতে ভারতকে ধাক্কা দিয়েছিল অধিনায়ক বিরাট কোহলির চোট। দিনের শেষে উদ্বেগের নাম মহম্মদ সিরাজ। চতুর্থ ওভার করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান এই ভারতীয় পেসার। তাঁকে নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
প্রথম দিনের খেলার শেষে সাংবাদিক বৈঠকে এসে ভারতীয় স্পিনার আর অশ্বিন অবশ্য জানিয়ে দেন, তাঁরা আশা করছেন সিরাজ সুস্থ হয়ে দ্বিতীয় দিন বল করতে পারবেন। অশ্বিনের কথায়, ‘‘সিরাজের চোটের উপরে নজর রাখা হচ্ছে। দলের মেডিক্যাল টিম দেখছে। চোটটা সবে লেগেছে। এখন বরফ দিয়ে রাখা হবে কয়েক ঘণ্টা। তার পরে দেখা যাবে কী হয়।’’ তবে অশ্বিন আশাবাদী, লড়াকু সিরাজ দ্রুত মাঠে ফিরে আসবেন। অশ্বিন বলেছেন, ‘‘অতীতেও দেখা গিয়েছে, প্রতিকূলতা কাটিয়ে দারুণ ভাবে ফিরে এসেছে সিরাজ। তাই আশা করছি, ও মাঠে নেমে ঠিক নিজের সেরাটা দেবে।’’
ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টে প্রথম দিনে ভারত শেষ হয়ে গিয়েছে ২০২ রানে। কী মনে হচ্ছে? ভারতীয় ইনিংসে ৪৬ রান করা অশ্বিন বলেছেন, ‘‘দক্ষিণ আফ্রিকার মাঠে কত রান ভাল স্কোর, এটা বলা খুব কঠিন। তবে টস জিতে ব্যাট নিতে পেরে ভাল হয়েছে। ২৬০-২৭০ রান করতে পারলে ভাল হত।’’ তবে প্রত্যাঘাতের আশায় অশ্বিন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy