চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুধবারই শেষ বার খেলতে নেমেছে ভারত। অহমদাবাদে তৃতীয় এক দিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছে তারা। সেই ম্যাচে দলে তিনটি বদল করল ভারত। টসের সময় অধিনায়ক রোহিত শর্মা এসে তিনটি বদলের কথা জানিয়েছেন।
বুধবারের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে রবীন্দ্র জাডেজা এবং মহম্মদ শামিকে। কাফ মাসলে চোট থাকার কারণে বাদ পড়েছেন বরুণ চক্রবর্তী। তাঁদের জায়গায় দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব এবং অর্শদীপ সিংহ। জাডেজা এবং শামিকে বিশ্রাম দেওয়া হতে পারে এটা আগেই জানা গিয়েছিল। তবে বরুণের চোট চিন্তা বাড়িয়েছে ভারতীয় দলে। আগের ম্যাচেই এক দিনের ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর। একটি ম্যাচ খেলেই কী ভাবে চোট পেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে।
অহমদাবাদে রাতের দিকে শিশির পড়ায় টসে জেতা দল আগে বোলিং নেবে এমনটাই মনে করা হয়েছিল। সেটাই করেছেন জস বাটলার। তবে রোহিত জানিয়েছেন, তিনি টসে জিতলে আগে ব্যাট করার মতো সাহসী সিদ্ধান্তই নিতেন। রোহিতের কথায়, “আমি চেয়েছিলামই আগে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান তুলতে। কারণ আগের দুটো ম্যাচে আমরা আগে বল করেছি। তাই এই ম্যাচে নিজেদের পরীক্ষার মুখে ফেলতে চেয়েছিলাম। ভাগ্য ভাল সেটাই হচ্ছে।”
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের পারফরম্যান্সে খুশি রোহিত। বলেছেন, “আগের ম্যাচ জেতাটা খুব দরকারি ছিল। গত দুটো ম্যাচেই ফিল্ডারেরা খুব ভাল খেলেছে। দলে অনেক তরুণ ক্রিকেটারেরাও নিজেদের সেরাটা দিয়েছে। এ ভাবেই ভাল ফিল্ডিং করতে চাই আমরা।”
আরও পড়ুন:
হর্ষিত রানা এবং বরুণের এক দিনের ক্রিকেটে অভিষেক হয়েছে। দুই ক্রিকেটারকে নিয়ে উচ্ছ্বসিত রোহিত। বলেছেন, “ওরা সবে ক্রিকেটজীবন শুরু করেছে। এখনও কাউকে চাপে ফেলে দিতে চাই না। ওরা নিজেদের মতো খেলুক। অনেক প্রতিভা রয়েছে ওদের মধ্যে। সেটা খোলামনে মেলে ধরুক।”