ম্যাচ জিতিয়ে উচ্ছ্বাস অক্ষর, সিরাজের ছবি: পিটিআই
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ পকেটে পুরেছে ভারত। শেষ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে গিয়েছেন শিখর ধবনরা। এই সিরিজ জয়ের ফলে এক দিনের ক্রিকেটে নজির গড়েছে ভারত। একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে এক টানা সব থেকে বেশি এক দিনের সিরিজ জয়ের তালিকায় শীর্ষে ভারত। পাকিস্তানকে টপকে গিয়েছেন ধবনরা।
২০০৭ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ হারেনি ভারত। গত ১৫ বছরে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে ঘরে-বাইরে মিলিয়ে টানা ১২টি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে তারা। ১৯৯৬ থেকে ২০২১ সালের মধ্যে জিম্বাবোয়ের বিরুদ্ধে টানা ১১টি এক দিনের সিরিজ জিতেছিল পাকিস্তান। তালিকায় দ্বিতীয় স্থানে তারা। তৃতীয় স্থানেও রয়েছে পাকিস্তান। ১৯৯৯ থেকে ২০২২ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা ১০টি এক দিনের সিরিজ জিতেছিলেন বাবর আজমরা। দক্ষিণ আফ্রিকা ১৯৯৫ থেকে ২০১৮ সালের মধ্যে জিম্বাবোয়ের বিরুদ্ধে টানা ৯টি এক দিনের সিরিজ জিতেছে। তালিকায় পঞ্চম স্থানে আবার রয়েছে ভারত। ২০০৭ থেকে ২০২১ সালের মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা ৯টি এক দিনের সিরিজ জিতেছে তারা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পর পর দু’টি ম্যাচে জিতলেও সহজ জয় পায়নি ভারত। প্রথম এক দিনের ম্যাচ ৩ রানে জেতার পরে দ্বিতীয় এক দিনের ম্যাচ ২ উইকেটে জিতেছেন ধবনরা। বুধবার তৃতীয় এক দিনের ম্যাচে মুখোমুখি হবে দু’দল। নিয়মরক্ষার ম্যাচ হলেও সিরিজ চুনকাম করার লক্ষ্য নিয়ে নামবে ভারত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy