এশিয়া কাপে ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ লক্ষ্মণ। —ফাইল চিত্র
ঘরোয়া ক্রিকেটে তাঁর ব্যাট এক সময় প্রচুর রান করেছে। সেই সিতাংশু কোটাক এ বার পা গলালেন ভিভিএস লক্ষ্মণের জুতোয়। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের কোচ হলেন তিনি। এশিয়া কাপে ভারতীয় দলের দায়িত্বে রয়েছেন লক্ষ্মণ। রাহুল দ্রাবিড় করোনা আক্রান্ত হওয়ায় আপাতত সেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দল তিনটি টেস্ট এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে। সেই দলের কোচিং স্টাফে থাকবেন প্রাক্তন লেগ স্পিনার সাইরাজ বাহুতুলে। ভারতীয় ক্রিকেট বোর্ড চেষ্টা করছে একাধিক কোচকে তৈরি রাখতে। দ্রাবিড় যখন দল নিয়ে ইংল্যান্ডে ব্যস্ত, সেই সময় আয়ারল্যান্ডে ভারতীয় দলের কোচ হিসাবে কাজ করেছিলেন লক্ষ্মণ। সেই সময় ভারতীয় দলের সাপোর্ট স্টাফ হিসাবে ছিলেন সিতাংশু।
নিউজিল্যান্ডের দলের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন প্রিয়ঙ্ক পঞ্চল। সেই দলে উইকেটরক্ষক শ্রীকর ভরত। সেই সঙ্গে প্রিমিয়ার লিগে ভাল খেলা রুতুরাজ গায়কোয়াড়, উমরান মালিকদেরও সুযোগ দেওয়া হয়েছে। বাংলা থেকে এই দলে রয়েছেন অভিমন্যু ঈশ্বরন এবং মুকেশ কুমার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy