বৃষ্টিতে বাতিল ভারত-পাকিস্তান ম্যাচ। ছবি: টুইটার।
এশিয়া কাপে রোহিত শর্মাদের প্রথম ম্যাচেই বৃষ্টি। পাকিস্তানের বিরুদ্ধে খেলা ভেস্তে গেল। তাহলে এশিয়া কাপের পরের পর্বে কি যেতে পারবে ভারত? পয়েন্টের অঙ্কে কত নম্বরে থাকবে তারা?
শনিবার ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল। সেটাই সত্যি হল। শনিবার খেলা ভারত প্রথমে ব্যাট করে ২৬৬ রান করে। কিন্তু তার পর আর খেলা হয়নি। তাই ম্যাচ বাতিল বলে ঘোষণা করে দেওয়া হয়। পয়েন্ট ভাগ হয়ে গেল দুই দলের মধ্যে। এক পয়েন্ট করে পেল ভারত এবং পাকিস্তান। তাতে পাকিস্তান সুপার ফোরে উঠে গেল। এশিয়া কাপের পরের পর্বে ভারতের যাওয়ার অঙ্ক কী?
পাকিস্তান ইতিমধ্যেই নেপালকে হারিয়ে দু’পয়েন্ট পেয়েছে। শনিবার ম্যাচ বাতিল হওয়ায় এক পয়েন্ট পেল পাকিস্তান। মোট তিন পয়েন্ট নিয়ে বাবর আজ়মেরা সুপার ফোরে উঠে গেল। ভারতও এক পয়েন্ট পেল।
সোমবার নেপালের বিরুদ্ধে ম্যাচ রোহিতদের। সেই ম্যাচ জিতলে ভারতের সুপার ফোরে যাওয়ার রাস্তা পাকা। যদি ভারত হেরে যায়, তাহলে দু’পয়েন্ট নিয়ে সুপার ফোরে যাবে নেপাল। যদিও নেপাল এতটাই দুর্বল দল যে, সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। ভারত-নেপাল যদি ভেস্তে যায় তাহলে যদিও রানরেটের অঙ্ক আসবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy