২৯ বছর পর কোনও আইসিসি প্রতিযোগিতা আয়োজন করেছে পাকিস্তান। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। সেই ম্যাচ হবে দুবাইয়ে। অর্থাৎ, ফাইনালের পাঁচ দিন আগে পাকিস্তানে শেষ হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সুরক্ষার প্রশ্ন তুলে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। তাদের সব ম্যাচ সরেছে দুবাইয়ে। অথচ নির্বিঘ্নে প্রতিযোগিতার আয়োজন করায় পাকিস্তান পুলিশকে ধন্যবাদ জানিয়েছে জয় শাহের আইসিসি।
আইসিসির নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক ডেভ মাস্কের পাকিস্তান পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেছেন। তিনি একটি ভিডিয়োবার্তায় বলেন, “আমি পাকিস্তানের পুলিশকে ধন্যবাদ দিতে চাই। পাকিস্তানের পুলিশ ও সেনা যে ভাবে এই প্রতিযোগিতায় সুরক্ষার দিকটি নিশ্চিত করেছে তা এক কথায় অসাধারণ। পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে অনেক দলই সংশয় প্রকাশ করেছিল। আমার ব্যক্তিগত ভাবে কোনও সংশয় ছিল না। তবে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে বিষয়টা দেখেছে। ক্রিকেটার ও দর্শকদের কোনও সমস্যা হয়নি।”
আরও পড়ুন:
নিউ জ়িল্যান্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের দায়িত্ব দেওয়ার পরেই বেঁকে বসেছিল ভারত। এ দেশের ক্রিকেট বোর্ড জানিয়েছিল, পাকিস্তানে কোনও ভাবেই খেলতে যাবে না তারা। কারণ হিসাবে নিরাপত্তার সংশয়ের দিকটিই জানিয়েছিল ভারত। জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ার পরে হাইব্রিড মডেলে প্রতিযোগিতার সমাধান বার করেন। বাকি সব দেশে পাকিস্তানে খেললেও ভারত দুবাইয়ে খেলছে। সেই শাহের আইসিসিই সুরক্ষা নিয়ে পাকিস্তানের প্রশংসা করল। তবে কি ভারত যে নিরাপত্তার সংশয় দেখিয়েছিল, তা উড়িয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা?
এ বার পাকিস্তানের তিনটি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হয়েছে। লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির মাঠে সুরক্ষার জন্য ১২ হাজার পুলিশ মোতায়েন ছিল। পাশাপাশি সেনাকেও প্রস্তুত রাখা হয়েছিল। ক্রিকেটারদের হোটেল থেকে স্টেডিয়াম ও স্টেডিয়াম থেকে হোটেলে নিয়ে যাওয়ার সময় বিশাল কনভয় যাচ্ছিল। ন’টি বিশেষ চার্টার্ড বিমানে করে দলগুলিকে এই তিনটি শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। বিদেশি দর্শকদের জন্যও নিরাপত্তা ছিল। এই সব কারণেই পাকিস্তানকে ধন্যবাদ জানাল আইসিসি।
- এ বার অংশ নিয়েছে আয়োজক পাকিস্তান এবং ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জ়িল্যান্ড।
- চ্যাম্পিয়ন্স ট্রফি এক দিনের ক্রিকেট প্রতিযোগিতা। ‘মিনি বিশ্বকাপ’ নামে পরিচিত। সেরা আটটি দল খেলে আইসিসির এই প্রতিযোগিতায়।
-
চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণ নিয়ে বিতর্ক বাড়ছে, আমন্ত্রণ না পেয়ে কড়া পদক্ষেপ পাক বোর্ডের
-
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরদিনই অবসর নিয়ে মন্তব্য জাডেজার, চার শব্দে দিলেন উত্তর
-
রোহিতের হাতে ট্রফি ওঠার পরই দলছুট শামি! রবি রাতে মঞ্চ থেকে কেন নেমে যান বাংলার বোলার
-
এক অধিনায়কের অভিনন্দন বার্তা আর এক নেতাকে, রোহিতকে কী লিখলেন সূর্যকুমার?
-
কেন ডাকা হল না পুরস্কারমঞ্চে? আইসিসি-র কাছে জানতে চাইবে ক্ষুব্ধ পাকিস্তান