কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ ফাইল চিত্র।
১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয় নিয়ে ছবি বানিয়েছেন কবীর খান। কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ। ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে ছবির ট্রেলর। কিন্তু ছবি তৈরির অনুমতি পেতে কপিল-সহ সেই দলের সবাইকে টাকা দিতে হয়েছিল প্রযোজকদের। তার পরেই ছবি তৈরির অনুমতি পান তাঁরা।
এক সংবাদমাধ্যম জানিয়েছে, ৮৩’র বিশ্বকাপ জয়ী দলের সদস্য অর্থাৎ সুনীল গাওস্কর, দিলীপ বেঙ্গসরকার, রবি শাস্ত্রীদের সবাইকে মোট ১৫ কোটি টাকা দিতে হয়েছিল। তার এক তৃতীয়াংশ অর্থাৎ পাঁচ কোটি টাকা নেন কপিল একাই।
সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, যে হেতু প্রত্যেক ক্রিকেটারের জীবনের উপর ভিত্তি করে ছবি তৈরি হয়েছে তাই সবার আগে প্রয়োজন ছিল ক্রিকেটারদের অনুমতি পাওয়া। সেটা মাথায় রেখে নির্মাতারা ৮৩’র বিশ্বকাপজয়ী দলকে ১৫ কোটি টাকা দেন। যে হেতু ছবির প্রধান চরিত্র কপিল তাই তাঁকে বেশি টাকা দিয়ে হয়েছে। পাঁচ কোটি টাকা নেওয়ার পরে ছবি করার অনুমতি দেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy