অনশুল কম্বোজ। ছবি: এক্স (টুইটার)।
দলীপ ট্রফিতে নজির গড়লেন অনশুল কম্বোজ। তৃতীয় জোরে বোলার হিসাবে এক ইনিংসে ৮ উইকেট নিলেন তিনি। ইন্ডিয়া ‘সি’র হয়ে অভিমন্যু ঈশ্বরণের দলের বিরুদ্ধে শনিবারই ৫ উইকেট নিয়েছিলেন হরিয়ানার ক্রিকেটার। রবিবার নিলেন আরও ৩ উইকেট। ১৫৭ রানে অপরাজিত থাকলেন বাংলার ব্যাটার অভিমন্যু। ড্র হয়ে গিয়েছে ভারত বি বনাম ভারত সি ম্যাচটি।
দেবাশিস মোহান্তি এবং অশোক দিন্দার পর তৃতীয় জোরে বোলার হিসাবে দলীপ ট্রফির এক ইনিংসে ৮টি বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন কম্বোজ। শ্রেয়স আয়ারের দলের বোলার শনিবার আউট করেছিলেন নারায়ণ জগদীশন, মুশির খান, সরফরাজ খান, রিঙ্কু সিংহ এবং নীতীশ কুমার রেড্ডিকে। রবিবার তাঁর শিকার রাহুল চাহার, নবদীপ সাইনি এবং মুকেশ কুমার। সব মিলিয়ে ৬৯ রানে ৮ উইকেট নিলেন কম্বোজ।
মোহান্তি ৪৬ রানে ১০ উইকেট নিয়েছিলেন। দলীপ ট্রফিতে কোনও বোলারের সেরা বোলিং এটাই। বাংলার দিন্দা ৮ উইকেট নিয়েছিলেন ১২৩ রান খরচ করে। কম রান দেওয়ায় তালিকায় দ্বিতীয় স্থানে থাকবেন কম্বোজ। এই ম্যাচের আগে প্রথম শ্রেণির কোনও ম্যাচে এক ইনিংসে ৩টির বেশি উইকেট পাননি তিনি। ক্রিকেটজীবনের ১৫তম প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে গড়লেন নজির।
প্রথম ইনিংসে শ্রেয়সদের ৫২৫ রানের জবাবে অভিমন্যুদের প্রথম ইনিংস রবিবার শেষ হল ৩৩২ রানে। ১৫৭ রান করে অপরাজিত থাকলেন বাংলার অভিমন্যু। এ দিনও তাঁকে সহযোগিতা করতে পারলেন না কোনও সতীর্থ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy