হার্দিককে নিয়ে বললেন দ্রাবিড় ছবি পিটিআই
গুজরাতকে আইপিএল জিতিয়েছেন সপ্তাহ খানেক আগে। হার্দিক পাণ্ড্য কি ভবিষ্যতে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারবেন? ইতিবাচক ইঙ্গিত দিলেন রাহুল দ্রাবিড়। জানালেন, হার্দিকের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। কথা বলেছেন উমরান মালিককে নিয়েও। ৯ জুন দক্ষিণ আফ্রিকার সিরিজ শুরুর আগে এক সাংবাদিক বৈঠকে আরও কিছু বিষয় নিয়ে কথা বললেন দ্রাবিড়।
হার্দিককে নিয়ে ভারতীয় কোচের কথায়, “কিছু ক্ষণ আগেই হার্দিকের সঙ্গে দেখা হল। যারা আইপিএলের ফাইনালে খেলেছিল তাদের বাড়তি এক দিন ছুটি দিয়েছিলাম। হার্দিকের নেতৃত্ব আমার খুব ভাল লেগেছে। নেতা হতে গেলে অধিনায়কের পদে বসতেই হবে, এমন কথা নেই। ওকে বোলিংয়ে ফিরতে দেখে বেশি খুশি হয়েছি। ক্রিকেটার হিসেবে ওর থেকে সেরাটা বের করে আনতে চাই। ভবিষ্যতে কী হবে সেই সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। তবে তরুণ ক্রিকেটারদের আইপিএলে নেতৃত্ব দিতে দেখে ভাল লেগেছে।” এ দিন নেটে হার্দিকের বোলিং খুঁটিয়ে লক্ষ করেছেন দ্রাবিড়।
তরুণ জোরে বোলার উমরান মালিক নজর কেড়েছেন। তাঁকে নিয়ে দ্রাবিড়ের মন্তব্য, “খুব জোরে বল করতে পারে। আইপিএলে অনেক জোরে বোলার দেখলাম এ বার। বেশ ভাল লেগেছে। কোচ হিসেবে আমি দলের সীমিত ওভারের সাফল্য টেস্ট ক্রিকেটেও দেখতে চাই। উমরানকে নেটে দেখে ভাল লাগল। এখনও শিখছে। উন্নতি করছে। যত বেশি খেলবে তত উন্নতি করবে। ওর মতো ক্রিকেটারকে পেয়ে দলের লাভ হবে। দেখা যাক ক’টা ম্যাচে ওকে সুযোগ দেওয়া যায়। বড় দল রয়েছে আমাদের। সবাইকে তো প্রথম একাদশে রাখা যায় না। তবে যে-ই সুযোগ পাক, আমি তাকে নিয়মিত খেলিয়ে যাওয়ার পক্ষপাতী।”
দ্রাবিড় আরও যা যা বলেছেন, তুলে ধরা হল:
অধিনায়ক হওয়ার পর রোহিতের ঘনঘন বিশ্রাম: খুব সমস্যা হচ্ছে না। রোহিতের সঙ্গে যোগাযোগ রয়েছে। রাহুল আগেও অধিনায়কত্ব করেছে। ওরা সব ম্যাচে খেলবে, এটা ভাবা ভুল। চাই ওরা বিশ্রাম নিয়ে বড় ম্যাচ, বড় প্রতিযোগিতায় ভাল খেলুক। ইংল্যান্ডে টেস্ট রয়েছে। সেখানে শক্তিশালী দল নামাতে চাই।
প্রথম তিন ব্যাটারের ভূমিকা: যারাই খেলুক, শুরুটা ভাল করতে হবে। স্ট্রাইক রেট ঠিক রাখলে বড় রান করা সম্ভব। কোনও কোনও উইকেট কঠিন হতে পারে। সেখানে বুঝেশুনে খেলতে হবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওরা যে ভূমিকা পালন করে, এখানে সেটা কিছুটা আলাদা। তবে আমার আশা, প্রত্যেকেই দলের প্রয়োজনে এগিয়ে আসবে।
দীনেশ কার্তিক: খুব ভাল লাগছে দীনেশকে দলে পেয়ে। নির্দিষ্ট একটা দায়িত্ব দেওয়া ছিল ওকে। সেখানে ভাল খেলে জাতীয় দলে ফিরে এসেছে। ওই পজিশনে খেলানোর জন্যেই ওকে দলে নেওয়া হয়েছে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy