আইপিএলে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেয়েছেন আরও এক অধিনায়ক। শনিবার ঘরের মাঠে জিতেছে গুজরাত টাইটান্স। দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে তারা। দল জিতলেও শাস্তি পেয়েছেন গুজরাতের অধিনায়ক শুভমন গিল। জরিমানা হয়েছে তাঁর।
দিল্লির বিরুদ্ধে প্রথমে বল করেছে গুজরাত। নির্ধারিত সময়ের থেকে দেরিতে শেষ হয়েছে ইনিংস। শাস্তি এড়াতে শেষ ওভারে স্পিনারের হাতে বল তুলে দিয়েছিলেন শুভমন। তার পরেও শেষরক্ষা হয়নি। আইপিএলের নিয়মের ২.২২ ধারা ভাঙায় শাস্তি পেয়েছেন শুভমন। তাঁকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
শুভমন ষষ্ঠ অধিনায়ক যিনি এ বারের আইপিএলে শাস্তি পেয়েছেন। এর আগে রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ ও সঞ্জু স্যামসন, মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পাণ্ড্য, দিল্লি ক্যাপিটালসের অক্ষর পটেল ও লখনউ সুপার জায়ান্টসের ঋষভ পন্থকে মন্থর বোলিংয়ের শাস্তি পেতে হয়েছে।
আরও পড়ুন:
অধিনায়ক শাস্তি পেলেও ম্যাচ জিতেছে গুজরাত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান করে দিল্লি। অহমদাবাদের ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলার মাঝে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েক জন ক্রিকেটার। তার মধ্যে ৪ উইকেট নেন গুজরাতের প্রসিদ্ধ কৃষ্ণ। জবাবে চার বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় গুজরাত। ৫৪ বলে ৯৭ রান করে অপরাজিত থাকেন জস বাটলার।
এই জয়ের ফলে সাত ম্যাচে ১০ পয়েন্ট গুজরাতের। পয়েন্ট তালিকায় সকলের উপরে শুভমনেরা। দুই, তিন ও চার নম্বরে থাকা দিল্লি, পঞ্জাব ও লখনউয়ের পয়েন্টও ১০। নেট রানরেটে গুজরাতের থেকে পিছিয়ে তারা।