শেষ ৬ বলে দরকার ৯ রান। টি-টোয়েন্টিতে চোখ বন্ধ করে এই রান তাড়া করা উচিত। সেখানে রাজস্থান রয়্যালস পর পর দু’টি ম্যাচে সেই কাজ করতে ব্যর্থ। প্রথমে দিল্লি ক্যাপিটালস ও তার পর লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৬ বলে ৯ রান করতে পারেনি তারা। লখনউয়ের কাছে মাত্র ২ রানে হেরেছে তারা। এই হারের দায় নিজের কাঁধে নিয়েছেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ।
সঞ্জু স্যামসন চোটের কারণে না খেলায় লখনউয়ের বিরুদ্ধে অধিনায়কত্ব করেন পরাগ। ১৮১ রান তাড়া করতে নেমে একটা সময় মনে হচ্ছিল হাসতে হাসতে জিতবে রাজস্থান। ২৬ বলে ৩৯ রান করেন পরাগ। তিনটি চার ও দু’টি ছক্কা মারেন। কিন্তু ১৮তম ওভারে আউট হয়ে যান অধিনায়ক। পরাগ আউট হওয়ায় খেই হারায় রাজস্থানের ব্যাটিং।
খেলা শেষে পরাগ বলেন, “এই আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন। জানি না কী ভুল করলাম। ১৮-১৯ ওভার পর্যন্ত খেলার দখল আমাদের হাতেই ছিল। তার পরেও কেন হারলাম বুঝতেই পারছি না। এই হারের দায় আমার। আমারই উচিত ছিল ১৯ ওভারের মধ্যে খেলা শেষ করে আসা।”
আরও পড়ুন:
প্রথম ইনিংসের শেষ ওভার লখনউকে খেলায় ফিরিয়ে দেয়। তার আগে দেখে মনে হচ্ছিল, ১৬০-১৬৫ রানের বেশি হবে না। কিন্তু শেষ ওভারে সন্দীপ শর্মাকে চারটি ছক্কা মারেন আব্দুল সামাদ। ফলে লখনউয়ের রান ১৮০ হয়ে যায়। সেই ওভারকে দুর্ভাগ্য ছাড়া কিছু মনে করছেন না পরাগ। তিনি বলেন, “শেষ ওভারটা দুর্ভাগ্যজনক। আমার মনে হচ্ছিল, ১৬৫-১৭০ রানের মধ্যে ওদের আটকে দেব। ২০ রান বেশি দিলাম। তার পরেও আমাদের রান তাড়া করে জেতা উচিত ছিল।”
চলতি আইপিএলে পর পর চারটি ম্যাচ হারল রাজস্থান। আট ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে তারা। প্লে-অফে ওঠার সম্ভাবনা প্রায় শেষ তাদের। অন্য দিকে আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে লখনউ। তাদের উপরে থাকা গুজরাত, দিল্লি ও পঞ্জাবের পয়েন্টও ১০।