দুই আম্পায়ার মাঠের ভিতর থেকে খেলা পরিচালনা করেন। তৃতীয় আম্পায়ারের কাজ টিভি দেখে সিদ্ধান্ত জানানো। এ ছাড়াও ক্রিকেট মাঠে আরও এক জন আম্পায়ার থাকেন। চতুর্থ আম্পায়ারকে মাঝেমধ্যে দেখা যায় বল নিয়ে মাঠে ঢুকতে। এ বারের আইপিএলে তাঁর দায়িত্ব আরও বেড়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, চতুর্থ আম্পায়ারেরা নজর রাখবেন ব্যাটের মাপের দিকে। কোনও ক্রিকেটারের ব্যাট সন্দেহজনক মনে হলে তারা যে কোনও সময় তা পরীক্ষা করতে পারেন। সেটা ম্যাচের দিনও হতে পারে, বা অনুশীলনের দিনে। চতুর্থ আম্পায়ারেরা নজর রাখবেন বোলারদের দিকেও। যে সব বোলার নিজের চার ওভার শেষ করেই মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন বা মাঝেমধ্যেই বেরিয়ে গিয়ে বিশ্রাম নিচ্ছেন, তাদের দিকে নজর রাখবেন চতুর্থ আম্পায়ার। যদিও এমন কাজ করার জন্য কোনও শাস্তি হবে কি না জানা যায়নি।
আইপিএলে ইতিমধ্যেই চারটি ম্যাচ হয়ে গিয়েছে। প্রতিযোগিতা শুরুর আগে বেশ কিছু নিয়ম চালু হয়েছে। এখন থেকে বলে থুতু লাগানো যাবে। যে নিয়ম বদল প্রত্যাশিতই ছিল। কোনও অধিনায়কই দ্বিমত প্রকাশ করেননি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল, দ্বিতীয় ইনিংসে যে দল বল করবে তারা দু’টি নতুন বল ব্যবহার করতে পারবে। একটি ইনিংস শুরুর সময়ে। একটি মাঝে। এ ছাড়া, ওয়াইডের ক্ষেত্রে এখন থেকে হক-আই ব্যবহার করা যাবে।
আরও পড়ুন:
এ ছাড়াও আইপিএলের আরও একটি নিয়ম বদল হয়েছে। মন্থর ওভার রেটের জন্য অধিনায়কদের আর নির্বাসিত হতে হবে না। তাঁদের ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। বেশি ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিত হতে হবে। যদিও কত ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিত হতে হবে তা এখনও জানা যায়নি।
নিয়ম বদলেছে সুপার ওভারের ক্ষেত্রেও। ম্যাচ যদি টাই হয় তা হলে সুপার ওভার হয়। সুপার ওভারও টাই হলে আরও একটি সুপার ওভার হয়। এত দিন নিয়ম ছিল, যত ক্ষণ না ম্যাচের ফলাফল পাওয়া যাচ্ছে তত ক্ষণ সুপার ওভার চলতেই থাকবে। তা আর হবে না। বোর্ডের নিয়ম অনুযায়ী, নির্ধারিত ম্যাচ শেষ হওয়ার পর থেকে সর্বোচ্চ এক ঘণ্টা চলতে পারে সুপার ওভার। যদি তার মধ্যে ফলাফল না পাওয়া যায়, তা হলে ম্যাচটি টাই হিসাবে ঘোষিত হবে। দুই দল একটি করে পয়েন্ট পাবে।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
১১:০৬
আইপিএলে দল না পেয়ে বিলেত পাড়ি দেওয়ার কথা ভেবেছিলেন! কার ফোনে দেশে থেকে যান শার্দূল? -
১০:০৩
দল জিততেই পাল্টে গেল ছবি, হায়দরাবাদের মাঠে পন্থকে পেয়ে কী করলেন গোয়েন্কা -
২৩:০১
৩০০-র স্বপ্ন দেখা হায়দরাবাদ ২০০ পেরোল না, ৫ উইকেটে জিতে প্রতিশোধ গোয়েন্কার লখনউয়ের -
২১:৫৩
ইডেনে পিচ-বিতর্ক! কেকেআর কি ইডেন ছেড়ে চলে যাবে? কী জানালেন পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায় -
২১:২১
হায়দরাবাদে মুক্তো ছড়ালেন শার্দূল, আগে ব্যাট করে লখনউয়ের বিরুদ্ধে সানরাইজার্স আটকে গেল ১৯০ রানে