Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
BGT 2024-25

যশস্বীকে আউট দিয়ে বাংলাদেশি আম্পায়ার কি ঠিক করেছেন, কী বলছেন প্রাক্তন আম্পায়ার টফেল?

শরফুদ্দৌলা সৈকত ছিলেন তৃতীয় আম্পায়ারের দায়িত্বে। তিনি যশস্বীকে আউট দেন। সেই সিদ্ধান্ত নিয়েই বিতর্ক। প্রাক্তন আম্পায়ার সাইমন টফেল পাশে দাঁড়িয়েছেন শরফুদ্দৌলার। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল আউটের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

Yashasvi Jaiswal

যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১০:০০
Share: Save:

মেলবোর্নে যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত ছিলেন তৃতীয় আম্পায়ারের দায়িত্বে। তিনি যশস্বীকে আউট দেন। সেই সিদ্ধান্ত নিয়েই বিতর্ক। প্রাক্তন আম্পায়ার সাইমন টফেল পাশে দাঁড়িয়েছেন শরফুদ্দৌলার। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল আউটের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

টফেল বুঝিয়ে দিয়েছেন কেন শরফুদ্দৌলার নেওয়া সিদ্ধান্ত সঠিক। খালি চোখে দেখা গিয়েছে বলের দিক পরিবর্তন হয়েছে, তাই অন্য কোনও প্রযুক্তির সাহায্য নেওয়ার দরকার নেই বলে মনে করেন তিনি। আইসিসির এলিট প্যানেলে থাকা প্রাক্তন আম্পায়ার টফেল বলেন, “আমার মতে ওটা আউটই ছিল। তৃতীয় আম্পায়ার একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আম্পায়ার যদি দেখতে পায় বলের দিক পরিবর্তন হচ্ছে, তা হলে প্রযুক্তির সাহায্য নেওয়ার দরকার নেই। ব্যাটে লেগে বলের দিক পরিবর্তন হয়েছে। তাই অন্য কিছু দেখার প্রয়োজন নেই। বলের দিক পরিবর্তনই আসল প্রমাণ। তৃতীয় আম্পায়ার সেটাকেই প্রাধান্য দিয়েছেন।”

ভারতীয় বোর্ডের সহ-সভাপতি যদিও মনে করেন যশস্বী আউট ছিলেন না। রাজীব সোমবারই সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন এই বিষয়ে। তিনি লিখেছিলেন, “যশস্বী পরিষ্কার নট আউট। তৃতীয় আম্পায়ারের উচিত ছিল প্রযুক্তি যা বলছে সেটা মেনে নেওয়া। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বাতিল করার জন্য তৃতীয় আম্পায়ারের কাছে যথেষ্ট কারণ থাকা প্রয়োজন।”

ভারত অধিনায়ক রোহিত শর্মাও মনে করছেন যশস্বী আউট ছিল। তিনি জানিয়েছিলেন যে, বল গ্লাভসে লেগেছে। সাংবাদিক বৈঠকে রোহিত বলেছিলেন, “স্নিকোতে বোঝা যায়নি বল লেগেছে কি না। তবে আমার মনে হয় বল লেগেছে। তবে বেশির ভাগ সময় সিদ্ধান্তগুলো আমাদের বিরুদ্ধে যায়। সেটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না।”

কী ঘটেছিল? মেলবোর্ন টেস্টের শেষ দিনে ব্যাট করছিলেন যশস্বী। তিনিই ভারতীয় দলকে টানছিলেন। তরুণ ব্যাটার হঠাৎ আউট হয়ে যাওয়ায় বিপদে পড়ে ভারত। ৭১তম ওভারে বল করছিলেন প্যাট কামিন্স। তাঁর বল যশস্বীর লেগ স্টাম্পের বাইরে যাচ্ছিল। সেই বলে ব্যাট চালান ব্যাটার। বল উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারের হাতে যেতেই অস্ট্রেলিয়া আউটের আবেদন করে। কিন্তু মাঠের আম্পায়ার ওয়েস্ট ইন্ডিজ়ের জোয়েল উইলসন আউট দেননি। রিভিউ নেয় অস্ট্রেলিয়া। আউট দেন তৃতীয় আম্পায়ার।

তৃতীয় আম্পায়ার যখন রিপ্লে দেখছেন, তখন স্নিকোতে কোনও বড় স্পাইক দেখা যায়নি। তার পরেও তৃতীয় আম্পায়ার আউট দেওয়ায় বিতর্ক তৈরি হয়। তৃতীয় আম্পায়ার সৈকত বলেন, “ভিডিয়োয় দেখা যাচ্ছে বল গ্লাভসে লেগেছে। বলের দিক পরিবর্তন হয়েছে।” সেই যুক্তিতে স্নিকোতে ব্যাটে বা গ্লাভসে বল লাগার কোনও প্রমাণ না পাওয়া গেলেও তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানান।

অন্য বিষয়গুলি:

BGT 2024-25 Yashasvi Jaiswal Simon Taufel rajeev shukla
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy