Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Yasir Arafat

Yasir Arafat's Son: পর পর ইয়র্কারে উইকেট তুলে নেওয়া খুদে বাঁহাতি জোরে বোলার কার ছেলে

পর পর দু’টি নিখুঁত ইয়র্কারে বিপক্ষের উইকেট তুলে নেওয়া আম্মার বাবার মতো ডানহাতি নয়। সে বাঁহাতি। আম্মারের দক্ষতায় বিস্মিত ক্রিকেট বিশেষজ্ঞরা।

ছেলে আম্মারের সঙ্গে আরাফত।

ছেলে আম্মারের সঙ্গে আরাফত। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ মে ২০২২ ১৭:১৫
Share: Save:

ভবিষ্যতের এক জোরে বোলারকে সম্ভবত পেয়ে গেল পাকিস্তান। খুদে বাঁহাতি জোরে বোলারের নিখুঁত ইয়র্কারে আউট বিপক্ষের ব্যাটার। সেই ভিডিয়ো ভাইরাল নেট মাধ্যমে।

পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার ইয়াসির আরাফতকে মনে আছে? তাঁরই ছেলে আম্মার আরাফতের বোলিং দক্ষতা মুগ্ধ করেছে ক্রিকেট বিশেষজ্ঞদেরও। ইংল্যান্ডের ক্লাব ব্রোমলে সিসি-তে খেলে ছোট আম্মার। ক্লাবের হয়ে একটি ম্যাচেই বিপক্ষ ব্যাটারদের নাজেহাল করেছে সে। বাঁহাতি আম্মার পর পর দু’বলে আউট করেছে প্রতিপক্ষের দুই ব্যাটারকে। দু’টিই নিখুঁত ইয়র্কার। হ্যাটট্রিকের সুযোগ পেলেও তা অবশ্য কাজে লাগাতে পারেনি সে। ছেলের বোলিংয়ে খুশি আরাফত আম্মারের খেলার ভিডিয়ো ভাগ করে নিয়েছেন নেট মাধ্যমে।

এমন ইয়র্কার দিতে পারলে সিনিয়র পর্যায়ের অনেক জোরে বোলারও খুশি হবে। পাকিস্তানের হয়ে ৩টি টেস্ট এবং ১১টি এক দিনের ম্যাচ খেলা ৪০ বছরের আরাফত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও কাউন্টি ক্রিকেট খেলেন। গত ছয় বছর ধরে তিনি সামারসেটের ক্রিকেটার। একাধিক কাউন্টি ক্লাবে হয়ে খেলা আরাফতের ছেলেই এখন আলোচনার কেন্দ্রে। আম্মার অবশ্য বাবার মতো ডানহাতি নয়।

মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিভাবান অলরাউন্ডার হিসেবে আরাফতের অভিষেক হলেও তেমন দাগ কাটতে পারেননি। আম্মার কত দূর এগোবে ক্রিকেট মাঠে, সে ভবিষ্যতের কথা। কিন্তু তার বোলিং দক্ষতা দেখে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, আম্মারকে ঠিক ভাবে গড়ে তোলা গেলে ভবিষ্যতে একজন দুর্দান্ত বাঁহাতি জোরে বোলার পেতে পারে পাকিস্তান। অনেকে আবার পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমের কথাও বলছেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE