বিনা পারিশ্রমিকে কোচিং করানোর প্রস্তাব দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। — প্রতীকী চিত্র
ডব্লিউপিএলে স্মৃতি মন্ধানার দল বেঙ্গালুরু একের পর এক ম্যাচে হারলেও সেই দলের হয়ে নজর কেড়েছেন এক বোলার। তিনি আশা শোভনা। আইপিএলে চারটি ম্যাচ খেলে চারটি উইকেট নিয়েছেন। শুধু তাই নয়, তাঁর ঘূর্ণি বুঝতে পারেননি অনেকেই। সেই বোলারকেই এ বার বিনা পারিশ্রমিকে কোচিং করানোর প্রস্তাব দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন।
মেয়েদের টি-টোয়েন্টি লিগে আরসিবির ম্যাচে শোভনার বোলিং দেখেছেন লক্ষ্মণ। সোমবার তিনি টুইট করেছেন, “আমি বিনা পারিশ্রমিকে লেগ স্পিনার আশাকে কোচিং করাতে রাজি। আমার মনে হয় ওর স্বাভাবিক দক্ষতা রয়েছে। কী ভাবে ও এত সহজে ধারাবাহিক ভাল বোলিং করে, সেটা জানার আগ্রহ রয়েছে। আমার বিশ্বাস, ভবিষ্যতে ও ভারতকে অনেক ম্যাচে জেতাতে পারবে।” পরে আরও একটি টুইটে তিনি লিখেছেন, “আমি নিজেও সহজাত স্পিনার ছিলাম। তাই জানতাম না ভুল করলে কী ভাবে ঠিক করা যায়। ঠিক করছি কিনা, সেটা জানা খুব দরকার।”
I am available to coach Asha the leg spinner free of cost because I believe she is a natural talent and very important to know what they are doing right and do it consistently. She could be a match winner for India #WPL2023
— Laxman Sivaramakrishnan (@LaxmanSivarama1) March 18, 2023
তবে আশা এখনও ভারতের হয়ে খেলেননি। ঘরোয়া ক্রিকেটেও খুব সামান্য সংখ্যক ম্যাচ খেলেছেন। নিলামে তাঁকে ১০ লাখ টাকায় কিনেছে আরসিবি। ১৩ বছর বয়স থেকে শোভনা ক্রিকেট খেলা শুরু করেন। ১৯৯৮ সালে শারজায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের ইনিংস দেখে ক্রিকেট খেলার অনুপ্রেরণা পেয়েছিলেন। শোভনার প্রিয় খেলোয়াড় অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল, যিনি নিজেও ডান হাতি লেগ স্পিনার এবং ডান হাতি ব্যাটার ছিলেন।
খুব দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন শোভনা। বাবা ড্রাইভার ছিলেন। কিন্তু মেয়ের ক্রিকেট খেলার পথে কোনও দিন বাধা হয়ে দাঁড়াননি। ক্রিকেট খেলা ছাড়াও ভাল আঁকতে পারেন শোভনা। গানও ভাল গাইতে পারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy