রোহিতদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার। —ফাইল চিত্র
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে মাত্র চার জন জোরে বোলার নিয়ে ভারত ঝুঁকি নিয়েছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার মিচেল জনসন। তাঁর মতে, অন্তত আরও এক জন জোরে বোলার নেওয়া উচিত ছিল রোহিত শর্মাদের। এই দল নিয়ে অস্ট্রেলিয়ার মাঠে সমস্যা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সংবাদ সংস্থা পিটিআই-কে জনসন বলেন, ‘‘দলে যদি চার জন পেসার, দু’জন স্পিনার ও এক জন অলরাউন্ডার থাকে তা হলে একটু ঝুঁকি হতে পারে। ভারত নিশ্চয়ই চাইবে দু’জন পেসার ও হার্দিক পাণ্ড্যকে খেলাতে। সঙ্গে দু’জন স্পিনার খেলবে। কিন্তু অস্ট্রেলিয়ার উইকেটে তিন জন পেসার খেলানো উচিত। কোনও কোনও মাঠে তো চার জন পেসার খেলানো উচিত। যে মাঠে যে রকম উইকেট সেই মাঠে সেই অনুযায়ী দল গড়ার জন্য অতিরিক্ত পেসার নিতে হত ভারতকে।’’
সব বোলারকেই যে ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের বেশি গতিতে বল করতে হবে সেটা মনে করেন না জনসন। উল্টে তাঁর মতে, যত বৈচিত্র থাকবে তত ভাল। তিনি বলেন, ‘‘দলে এক জন বোলার যদি ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের বেশি গতিবেগে বল করতে পারে তা হলেই হবে। বাকিদের চেষ্টা করতে হবে ওকে সাহায্য করার। পেসারদের মধ্যে যত বৈচিত্র থাকবে অস্ট্রেলিয়ার উইকেটে তত ভাল হবে। অস্ট্রেলিয়ার উইকেটে বাউন্স ও লেংথ আসল। সে দিকেই বোলারদের নজর দিতে হবে।’’
বিশ্বকাপে ভারতীয় দলে যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল ও অর্শদীপ সিংহকে নেওয়া হয়েছে। এ ছাড়া হার্দিক জোরে বোলার হিসাবে রয়েছেন। রিজার্ভ দলে রাখা হয়েছে মহম্মদ শামি ও দীপক চাহারকে। কিন্তু মূল দলে আরও বেশি পেসার রাখা উচিত ছিল বলে মনে করেন জনসন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy