Five reasons Why India beats Scotland in T20 World Cup 2021 dgtl
T20 World Cup 2021
T20 World Cup 2021: কোন পাঁচ কারণে স্কটল্যান্ডকে গুঁড়িয়ে নিউজিল্যান্ডের উপর চাপ বাড়ালেন কোহলীরা
স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় জয় পেল ভারত। এই জয়ের ফলে রানরেটে নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে টপকে গেলেন বিরাট কোহলীরা।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২২:৪৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
আফগানিস্তানকে হারানোর পরে স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় জয় পেল ভারত। এই জয়ের ফলে রানরেটে নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে টপকে গেলেন বিরাট কোহলীরা।
০২০৮
কী কারণে জয় পেলেন কোহলীরা? পাঁচটি কারণ তুলে ধরল আনন্দবাজার অনলাইন।
০৩০৮
চলতি বিশ্বকাপে প্রথম বার টসে জিতলেন ভারত অধিনায়ক বিরাট কোহলী। তার ফলে প্রথমে বল করে ভারত। টসেই ম্যাচের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে যায়।
০৪০৮
বিশ্বকাপে খাতায়-কলমে এখনও পর্যন্ত সব থেকে দুর্বল দলের বিরুদ্ধে খেললেন কোহলীরা। মূল পর্বে একটি ম্যাচও জিততে পারেনি স্কটল্যান্ড।
০৫০৮
আফগানিস্তান ম্যাচের ফর্ম ধরে রাখলেন ভারতীয় বোলাররা। বুমরা, শামি, জাডেজাদের সামলানোর ক্ষমতা ছিল না স্কটিশ ব্যাটারদের।
০৬০৮
ভারতের সামনে সহজ লক্ষ্য ছিল। শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। ফলে সহজেই ম্যাচ জেতে ভারত।
০৭০৮
বিশ্বকাপের শেষ চারে জেতে গেলে রানরেট বাড়িয়ে রাখতে হত কোহলীদের। সেই কারণে শুরু থেকেই বড় শট খেলা শুরু করেন দুই ওপেনার। মাত্র ৬.৩ ওভারে ম্যাচ জিতে রানরেট সবার থেকে বাড়িয়ে রাখল ভারত।
০৮০৮
বিশ্বকাপে পর পর দু’টি ম্যাচে জয় পেল ভারত। সেই সঙ্গে সেমিফাইনালে যাওয়ার সুযোগ আরও খানিকটা বাড়ল কোহলীদের।