দলে ফিরলেন সুনীল নারাইন। গত ম্যাচে অসুস্থতার কারণে খেলতে পারেননি তিনি। সোমবার নারাইনকে দলে নেওয়া হল মইন আলির জায়গায়। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দু’উইকেট নিয়েছিলেন তিনি। সেই মইনের জায়গায় সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবেন নারাইন।
সোমবার টস জেতেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। তিনি বল করার সিদ্ধান্ত নিয়েছেন। কেকেআর প্রথমে ব্যাট করবে। নারাইন ওপেন করতে নামবেন। সেই সঙ্গে কুইন্টন ডি’কক ওপেন করবেন। তিনি গত ম্যাচটি দলকে জিতিয়েছিলেন। সেই সঙ্গে বেঙ্কটেশ আয়ার, অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংহ, অঙ্গকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল এবং রমনদীপ সিংহ রয়েছেন ব্যাটিং বিভাগ সামলানোর জন্য। পেস আক্রমণ সামলানোর জন্য রয়েছেন স্পেন্সার জনসন এবং হর্ষিত রানা। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামতে পারেন বৈভব আরোরা।স্পিন বিভাগ সামলানোর জন্য নারাইনের সঙ্গে থাকবেন বরুণ চক্রবর্তী।
আরও পড়ুন:
টস হেরে রাহানে বলেন, “টস জিতলে আমরাও বলই করতাম। পিচ কেমন হবে তা বুঝতে পারছি না। সাধারণত ওয়াংখেড়েতে ব্যাটারেরা সুবিধা পায়। এখন হাওয়া দিচ্ছে। আশা করছি শিশির পড়বে না। আশা করছি বড় রান তুলতে পারব। বোলারদের উপর আত্মবিশ্বাস আছে, তারা ম্যাচ জেতাতে পারবে। আমরা ভাল খেলছি। আশা করছি এই ম্যাচেও সেটা খেলতে পারব।”
মুম্বই এখনও পর্যন্ত কোনও ম্যাচ জিততে পারেনি। এর আগে তারা চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলেছিল। এ বারের আইপিএলে প্রথম বার ঘরের মাঠে খেলতে নামছে মুম্বই।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ