ইডেনে মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তোলেন নিকোলাস পুরান। তাঁকে থামাতে পারেননি কেকেআরের কোনও বোলার। তাঁর ৩৬ বলে ৮৭ রানের ইনিংসে ছিল ৭টি চার এবং ৮টি ছক্কা। কী ভাবে এত অনায়াসে ছয় মারেন লখনউ সুপার জায়ান্টসের ব্যাটার? খেলা শেষ হওয়ার পর নিজেই জানালেন ম্যাচের সেরা ক্রিকেটার।
ছয় মারার দক্ষতা নিয়ে পুরান বলেছেন, ‘‘আমাকে কয়েক লক্ষ বার এই প্রশ্নটা করা হয়েছে। কোনও রহস্য নেই। আমি প্রচুর অনুশীলন করি। ম্যাচে আমাকে যা যা করতে দেখেন, সব কিছুই অনুশীলন করি। আইপিএলে ভাল ফর্মে রয়েছি। বল বুঝে খেলার চেষ্টা করছি। আর কিছুই নয়।’’
পুরান জানিয়েছেন কেকেআরের বোলারেরাই তাঁর কাজ সহজ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘খেলার পরিস্থিতি বোঝা গুরুত্বপূর্ণ। ওদের জোরে বোলারেরা ফুল লেংথে বল করছিল। স্টাম্পের বাইরে বল করছিল। কখনও কখনও খাটো লেংথের বল করছিল। স্পিনারদের বলগুলোও সোজা আসছিল। আসলে পিচের চরিত্র আমাদের সুবিধা করে দিয়েছে। এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ইডেনেই আমরা সবচেয়ে ভাল করলাম। তা ছাড়া মিচেল মার্শ আমার কাজ সহজ করে দিয়েছে। আমাদের মধ্যে দারুণ একটা জুটি হল। আমাদের দলে কেউ নিজের মতো করে ভাবছে না। সবাই দলের জন্য খেলছে। আমাদের ব্যাটিং নিয়ে আমি খুশি।’’
আরও পড়ুন:
ব্যাটিং অর্ডারের তিন নম্বরে খেলছেন। আপনার কী দায়িত্ব থাকছে? লখনউয়ের সহ-অধিনায়ক বলেছেন, ‘‘সাধারণ। শুরুটা ভাল করা এবং দলের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়াই আমার কাজ। ধারাবাহিক ভাবে রান করতে পারছি। ব্যাট-বলে ঠিক মতো হচ্ছে। সুযোগ কাজে লাগাতে এবং মাঠে নেমে উপভোগ করতে চাইছি।’’