Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Pakistan Vs England

৫ নজির: মুলতান টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে কী কী কীর্তি গড়লেন ব্রুক, রুটেরা?

মুলতানের ২২ গজে রুট করেছেন ২৬২ রান। ব্রুকের ব্যাট থেকে এসেছে ৩১৭ রানের ইনিংস। রুট ৩৭৫ বল খেললেও ব্রুকের ইনিংস এক দিনের ক্রিকেটের মেজাজে। ৩২২ বলে ৩১৭ রান করেছেন।

Picture of Joe Root and Harry Brook

(বাঁদিকে) জো রুট এবং হ্যারি ব্রুক ছবি: এক্স (টুইটার)।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ১৮:১০
Share: Save:

মুলতান টেস্টে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও চাপে পাকিস্তান। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৭ উইকেটে ৮২৩ রান তুলে চালকের আসনে। সফরকারীদের এই দাপটের নেপথ্যে রয়েছেন জো রুট এবং হ্যারি ব্রুক। তাঁদের ব্যাটিংয়ের সামনে শুধু পাকিস্তানই বেসামাল হয়ে যায়নি, টেস্টের অনেক রেকর্ডও ভেঙে গিয়েছে।

মুলতানের ২২ গজে রুট করেছেন ২৬২ রান। আর ব্রুকের ব্যাট থেকে এসেছে ৩১৭ রানের ইনিংস। রুট ৩৭৫ বল খেললেও ব্রুকের ইনিংস এক দিনের ক্রিকেটের মেজাজে। ৩২২ বলে ৩১৭ রান করেছেন তিনি। ভেঙে দিয়েছেন বীরেন্দ্র সহবাগের একটি নজিরও। ইংরেজেরা মুলতানে কী কী নজির গড়লেন দেখে নেওয়া যাক।

১) ৩৪ বছরে প্রথম ত্রিশতরান: গত ৩৪ বছরে ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসাবে টেস্টে ত্রিশতরান করেছেন ব্রুক। তাঁকে নিয়ে ইংল্যান্ডের ছ’জন ক্রিকেটার টেস্টে ত্রিশতরান করল। বাকিরা হলেন অ্যান্ডি স্যান্ডহাম, লেন হটন, ওয়ালি হ্যামন্ড, গ্রাহাম গুচ এবং বিল এডরিচ। ১৯০০ সালে লর্ডসে ভারতের বিরুদ্ধে ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন গুচ। তাঁর পর ইংল্যান্ডের আর কোনও ব্যাটার টেস্টে ত্রিশতরানের ইনিংস খেলতে পারেননি।

২) ভাঙল সহবাগের রেকর্ড: ২০ বছর আগে মুলতানে ৩০৯ রানের ইনিংস খেলেছিলেন সহবাগ। পাকিস্তানের এই মাঠে এত দিন টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ছিল সেটাই। ৩১৭ রানের ইনিংস খেলে সহবাগের সেই নজির ভেঙে নতুন রেকর্ড গড়লেন ব্রুক।

৩) সর্বোচ্চ রানের জুটি: চতুর্থ উইকেটে রুট এবং ব্রুক জুটি বেঁধে তুলেছেন ৪৫৪ রান। টেস্টে ক্রিকেটে এটাই ইংল্যান্ডের সর্বোচ্চ রানের জুটি। এর আগে সর্বোচ্চ ছিল ১৯৫৭ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে মে-ক্রাউডে জুটির ৪১১ রান। টেস্টের ইতিহাসে তাঁদের জুটির রান থাকল চতুর্থ স্থানে। বিশ্বরেকর্ড রয়েছে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনের। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় উইকেটের জুটিতে তাঁরা তুলেছিলেন ৬২৪ রান।

৪) ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ টেস্ট ইনিংস: পাকিস্তানের বিরুদ্ধে মুলতানে টেস্ট ক্রিকেটে তাদের তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলল ইংল্যান্ড। টেস্টে ইংরেজদের সর্বোচ্চ ইনিংস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৩৮ সালের ৭ উইকেটে ৯০৩ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৮৪৯ রান। এ ক্ষেত্রে বিশ্বরেকর্ড রয়েছে শ্রীলঙ্কার। ১৯৯৭ সালে ভারতের বিরুদ্ধে ৬ উইকেটে ৯৫২ রান করেছিল তারা।

৫) পাঁচ নম্বরে ব্রুক: ব্রুকের ৩১৭ রানের ইনিংস ইংল্যান্ডের ক্রিকেটারদের ব্যক্তিগত সর্বোচ্চ টেস্ট ইনিংসের তালিকায় পাঁচ নম্বরে থাকল। এ ক্ষেত্রে রেকর্ড রয়েছে হটনের। তিনি ১৯৩৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬৪ রানের ইনিংস খেলেছিলেন।

অন্য বিষয়গুলি:

Pakistan Vs England Records test cricket Joe Root Harry Brook
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy