Advertisement
০৫ নভেম্বর ২০২৪
ICC World Cup 2023

টেস্ট খেলা ১১টি দলের কাছেই হার বিশ্বকাপে! দিল্লিতে ইংরেজদের প্রাপ্তি লজ্জাও

ক্রিকেট নিয়ে ইংরেজদের গর্বের শেষ নেই। সেই গর্বে এ বার লাগল কালি। বিশ্বকাপের ইতিহাসে এক লজ্জার নজির গড়লেন বাটলারেরা। যা আর কোনও দেশের নেই।

picture of Jos Buttler

জস বাটলার। ছবি: আইসিসি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ১৫:১৮
Share: Save:

এক দিনের বিশ্বকাপে তিনটি ম্যাচের দু’টিতেই হেরে বিপাকে জস বাটলারেরা। তথাকথিত ‘দুর্বল’ আফগানিস্তানের হারের সঙ্গে রবিবার দিল্লিতে ক্রিকেটের জনকদের প্রাপ্তি লজ্জাও। যে নজির আর কোনও দেশের নেই।

প্রথম দেশ হিসাবে বিশ্বকাপে টেস্ট খেলে এমন ১১টি দেশের কাছে হারের নজির গড়েছেন বাটলারেরা। ফিরোজ শাহ কোটলায় আফগানদের কাছে হারের সঙ্গে সঙ্গে ইংরেজদের লজ্জার নজিরের ষোলো কলা পূর্ণ হয়েছে। কারণ গত বারের বিশ্বচ্যাম্পিয়নদের শুধু বিশ্বকাপে আফগানিস্তানের কাছেই হারা বাকি ছিল।

নিজেদের ক্রিকেট নিয়ে গর্বের শেষ নেই ইংরেজদের। এ বার সেই গর্বে লাগল কালি। পরাজয়ের গ্লানি। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউ জ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ়, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জ়িম্বাবোয়ে, আয়ারল্যান্ডের পর বিশ্বকাপের লড়াইয়ে আফগানিস্তানের কাছেও হারতে হল ইংল্যান্ডকে। অর্থাৎ, টেস্ট স্বীকৃত সব দেশের কাছেই হারের স্বাদ পেলেন ইংরেজরা। রবিবারের ব্যর্থতা বিশ্বকাপের ইতিহাসে ক্রিকেটের জনকদের পঞ্চম অঘটনের হার।

১৯৭৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ১৯৭৯ সালে ইংরেজরা হেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে। ১৯৮৩ সালের বিশ্বকাপে ভারত এবং নিউ জ়িল্যান্ড প্রথম হারিয়েছিল ইংল্যান্ডকে। ১৯৮৭ সালে পাকিস্তানের কাছে প্রথম বার হারতে হয়েছিল ইংরেজদের। ১৯৯২ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল জ়িম্বাবোয়ে। ১৯৯৬ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা প্রথম হারিয়েছিল ইংল্যান্ডকে। ২০১১ সালের বিশ্বকাপে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড প্রথম বার হারিয়ে দেয় ইংল্যান্ডকে। তার পর এ বার ২০২৩ সালের বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হারতে হল বাটলারদের।

টেস্ট খেলে এমন সব দেশের কাছে হারা হয়ে গেল ইংল্যান্ডের। এমন লজ্জার নজির টেস্ট খেলে এমন আর কোনও দেশের নেই। রবিবার তাই রশিদেরা ইংল্যান্ডকে শুধু হারাননি। সঙ্গে উপহার দিয়েছেন লজ্জা। তাও আবার ক্রিকেটের জনকদের তৈরি করা লুটিয়েনস দিল্লির মাটিতেই।

অন্য বিষয়গুলি:

ICC World Cup 2023 England Jos Buttler
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE