প্রথম দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল ভারত। তৃতীয় বারও ফাইনালে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল রোহিত শর্মাদের। কিন্তু শেষ পর্যন্ত পারেনি ভারত। ফলে ধাক্কা খেয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ৪৫ কোটি টাকা ক্ষতি হবে তাদের।
এ বার ১১ থেকে ১৫ জুন পর্যন্ত লর্ডসের মাঠে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। লর্ডসের মাঠ মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) অধীন। তারাই সব ম্যাচের আয়োজন করে। টিকিটের দামও তারাই ঠিক করে। ভারত ফাইনালে উঠবে ভেবে টিকিটের দাম অনেক বেশি রাখা হয়েছিল। কিন্তু তা হয়নি। সেই কারণেই ধাক্কা খেয়েছে তারা।
মেরিলিবোন ক্রিকেট ক্লাবের এক আধিকারিক বলেন, “প্রথমে ভাবা হয়েছিল, ভারত ফাইনাল খেলবে। সেই হিসাবে আমরা টিকিটের দাম ঠিক করেছিলাম। আমরা জানতাম, ভারতের দর্শকেরা দামের কথা ভাববেন না। তাঁরা টিকিট কিনবেন। কিন্তু ভারত উঠতে না পারায় টিকিটের দাম আবার কমাতে হয়েছে। তার ফলে প্রায় ৪৫ কোটি টাকা ক্ষতি হচ্ছে আমাদের।”
আরও পড়ুন:
ইতিমধ্যেই এমসিসির অনেক সদস্য টিকিট কিনেছেন। তাঁরা আগের দামের টিকিটই কিনেছেন। পরে দাম কমানো হয়েছে। ফলে যাঁরা আগে টিকিট কিনেছেন তাঁদের বাড়তি টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব।
এ বারও নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সকলের উপরে ছিল ভারত। দেখে মনে হচ্ছিল, হাসতে হাসতে ফাইনাল খেলবেন রোহিতেরা। কিন্তু দেশের মাটিতে নিউ জ়িল্যান্ডের কাছে তিন টেস্টের সিরিজ়ে চুনকাম হওয়ার পরেই ছবিটা বদলে যায়। পরে অস্ট্রেলিয়ার মাটিতেও টেস্ট সিরিজ় হারে ভারত। ফলে প্রথম দুই দেশের মধ্যে শেষ করতে পারেননি রোহিতেরা। এ বারের মতো ফাইনাল খেলার স্বপ্ন ভেঙে যায় তাঁদের।