ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ধর্মশালা থেকে ইনদওরে সরতেই হারের ভয় পাচ্ছেন প্যাট কামিন্সরা। —ফাইল চিত্র
ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ধর্মশালা থেকে সরে গিয়েছে ইনদওরে। টেস্টের মাঠ বদল হওয়ায় চাপ বেড়েছে অস্ট্রেলিয়ার উপর। এখন থেকে হারের ভয় প্যাট কামিন্সদের মনে। কিন্তু কেন? তার একমাত্র কারণ, ইনদওরের হোলকার স্টেডিয়ামে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ফর্ম।
ইনদওরে টেস্ট সরে যাওয়ার কথা জানিয়ে অস্ট্র্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স ক্রিকেট টুইটে লিখেছে, ‘‘ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট অন্য একটি মাঠে হবে, যেখানে অশ্বিনের বোলিং গড় ১২.৫০।’’ কোন মাঠে খেলা হবে তা লেখেনি তারা। শুধু অশ্বিনের কথা জানিয়েছে তারা।
এই টুইট নিয়ে অস্ট্রেলিয়াকে খোঁচা দিয়েছেন দীনেশ কার্তিক। ভারতীয় ক্রিকেটার টুইট করে বলেছেন, ‘‘দেখে মনে হচ্ছে অস্ট্রেলিয়া দলের থেকে বেশি সেখানকার সংবাদমাধ্যম মানসিক খেলা শুরু করেছে।’’
The admin here clearly is one hell of a worrier
— DK (@DineshKarthik) February 13, 2023
Seems to play more mind games with the Australian team than the other way around 😅#INDvsAUS #BGT2023 https://t.co/8gFW71ujpa
কিন্তু কেন অশ্বিনকেই ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া? এখনও পর্যন্ত হোলকার স্টেডিয়ামে ২টি টেস্ট খেলেছেন অশ্বিন। ৪টি ইনিংসে ১৮ উইকেট নিয়েছেন তিনি। তাঁর বোলিং গড় ১২.৫০। ওভার প্রতি রান দিয়েছেন ৩.১৪। ইনিংসে দু’বার ৫ উইকেট করে নিয়েছেন তিনি। এক বার নিয়েছেন ১০ উইকেট। সেই কারণেই অশ্বিনকে এত ভয় পাচ্ছেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। সেটা আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কার্তিক।
নাগপুরে প্রথম টেস্টেও ভারতীয় বোলারদের মধ্যে সব থেকে সফল অশ্বিন। দু’টি ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছেন তিনি। তার মধ্যে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে নিয়েছেন ভারতীয় স্পিনার। রবীন্দ্র জাডেজার সঙ্গে তাঁর জুটি সমস্যায় ফেলেছে অস্ট্রেলিয়ার ব্যাটারদের। সেই ছবি দেখা যেতে পারে সিরিজ়ের বাকি টেস্টগুলিতেও। ধর্মশালার পিচে অন্যান্য পিচের তুলনায় পেসারদের সুবিধা একটু বেশি থাকে। সেখানে ভাল ফলের আশা করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেখান থেকে টেস্ট সরে যাওয়ার আরও এক বার চাপে কামিন্সরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy