চলতি মরসুমে ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যে রয়েছেন করুণ নায়ার। বিজয় হজারে ট্রফির পর রঞ্জিতেও রান করেছেন তিনি। বিদর্ভকে রঞ্জি চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছেন অভিজ্ঞ করুণ। ঘরোয়া ক্রিকেটের ফর্ম আইপিএলেও দেখাতে চান তিনি। দিল্লি ক্যাপিটালসকে প্রথম বার চ্যাম্পিয়ন করতে চান তিনি।
নিলামে ৫০ লক্ষ টাকায় করুণকে কিনেছে দিল্লি। আগেও এই দলে খেলেছেন তিনি। পুরনো দলে ফিরে খুশি করুণ। তিনি বলেন, “দিল্লি ক্যাপিটালসে ফিরতে পেরে খুশি। আশা করছি প্রথম একাদশে থাকব। ঘরোয়া ক্রিকেটে যে মানসিকতা নিয়ে খেলেছি, আইপিএলেও সেটাই করতে চাই। খেলার ধরন বদলাব না। আমি ছন্দে রয়েছি। সেই ছন্দই ধরে রাখতে চাই।”
করুণ জানেন, আইপিএল মানে চার-ছক্কার খেলা। তাঁর মধ্যে সেই ক্ষমতা রয়েছে বলেই বিশ্বাস করেন ভারতীয় ব্যাটার। করুণ বলেন, “প্রতিযোগিতা যত এগোবে তত অভিজ্ঞতা বাড়বে। আমি পরিস্থিতি অনুযায়ী খেলতে ভালবাসি। টি-টোয়েন্টি চার-ছক্কার খেলা। শুরু থেকে বড় শট খেলার ক্ষমতা আমার আছে। মাথা ঠান্ডা রেখে দলের জন্য খেলতে চাই। দিল্লিকে প্রথম বার আইপিএল জেতাতে চাই।”
আরও পড়ুন:
এ বার অক্ষর পটেলকে অধিনায়ক করেছে দিল্লি ক্যাপিটালস। দলের নতুন অধিনায়ককে নিয়ে আশাবাদী করুণ। তিনি বলেন, “অক্ষর অনেক দিন ধরে খেলছে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ওর আছে। ও ক্রিকেট বোঝে। কাকে কী দায়িত্ব দিতে হবে সেটাও ভাল করে জানে। পাশাপাশি দলে এ বার লোকেশ রাহুলও আছে। আমরা অনেক দিন একসঙ্গে খেলেছি। আইপিএলে রাহুলের রেকর্ড খুব ভাল। অধিনায়কত্বও করেছে। ফলে অক্ষরের সুবিধা হবে। রাহুল থাকায় আমাদের দল আরও শক্তিশালী হয়েছে।”
বিজয় হজারেতে এক দিনের ক্রিকেটে ন’টি ম্যাচে ৭৭৯ রান করেছেন করুণ। পাঁচটি শতরান ও একটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। ৩৮৯.৫০ গড়ে রান করেছেন তিনি। রঞ্জিতে লাল বলের ক্রিকেটে ৫৭.৩৩ গড়ে ৮৬০ রান করেছেন করুণ। কেরলের বিরুদ্ধে ফাইনালে শতরান করেছেন তিনি। সেই ছন্দ এ বার টি-টোয়েন্টিতে দেখাতে চান করুণ। দিল্লিকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে নামবেন তিনি।