বিরাট কোহলি (বাঁ দিকে) এবং ড্যানিয়েল ওয়্যাট। — ফাইল চিত্র।
দশ বছর আগের এপ্রিল মাস। আচমকাই সমাজমাধ্যমে তাঁর পোস্ট বিশ্বজুড়ে ‘ভাইরাল’। ড্যানিয়েল ওয়্যাট লিখেছিলেন, “আমাকে বিয়ে করো কোহলি।” সেই পোস্টের ১০ বছর পর ওয়্যাট খেলতে চলেছেন কোহলিরই দলে। মহিলাদের প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) ইউপি ওয়ারিয়র্স ছেড়ে বেঙ্গালুরুতে যোগ দিয়েছেন ওয়্যাট।
বুধবার রাতে এই খবর নিশ্চিত হয়েছে। ডব্লিউপিএলে সরাসরি ‘ট্রেডিং’-এর মাধ্যমে ইউপি থেকে বেঙ্গালুরু গিয়েছেন ওয়্যাট। ২০২৩ সালে প্রথম নিলামে অবিক্রিত ছিলেন ওয়্যাট। এ বছর নিলামে তাঁকে ৩০ লক্ষ টাকা দিয়ে কেনে ইউপি। সেই একই দামে বেঙ্গালুরুতে খেলবেন ওয়্যাট। গত মরসুমে ইউপি-র হয়ে একটি ম্যাচেও খেলেননি ওয়্যাট। ফলে ডব্লিউপিএলে তাঁর অভিষেক হতে পারে বেঙ্গালুরুর জার্সিতেই।
২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৪ বলে ৭২ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। তার পরেই সমাজমাধ্যমে কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ওয়্যাট। কোহলি অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি। তিন বছর পর তিনি অনুষ্কা শর্মাকে বিয়ে করেন। এ বছর জানা যায় ওয়্যাট সমকামী। তিনি বিয়ে করেন মহিলা দলের ফুটবলার জর্জিয়া হজকে।
ওয়্যাটকে স্বাগত জানিয়ে আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধানা বলেছেন, “ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে ড্যানিয়েলের। অসাধারণ খেলোয়াড়। ওর দক্ষতা এবং প্রতিযোগিতামূলক মানসিকতা আমাদের দলের দৃষ্টিভঙ্গির সঙ্গে মেলে। ওকে স্বাগত জানাতে পেরে আমরা উত্তেজিত।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy