সাদা বলের ক্রিকেট ধীরে ধীরে ব্যাটারদের দখলে চলে যাচ্ছে। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারেরা দাপট দেখাচ্ছেন। আইপিলে বোলারদের অবস্থা আরও খারাপ। প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র দু’টি ম্যাচে ২০০ রানের কম হয়েছে। বাকি তিনটি ম্যাচে দেখা গিয়েছে ব্যাটারদের লড়াই। এই মরসুমে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মনে হচ্ছে, এ বার বোলারদের মনোবিদ দেখাতে হবে।
নিজের ইউটিউব চ্যানেলে এ কথা জানিয়েছেন অশ্বিন। তাঁর মতে, বোলারদের জন্য পিচে কিছু থাকছে না। তার ফলে বাধ্য হয়ে উইকেট নেওয়ার নয়, বরং বাঁচার চেষ্টা করছেন বোলারেরা। অশ্বিন বলেন, “সবাই বলছে, বোলারেরা এখন বাঁচার চেষ্টা করে। কিন্তু এখন বল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কোনও কোনও মাঠে তো স্টাম্প লক্ষ্য করে বল করাই যায় না। পিচে পড়ে ব্যাটে খুব ভাল ভাবে বল আসে। চোখ বন্ধ করে ব্যাটারেরা মারতে পারে। আমার মনে হচ্ছে, আইপিএলে এ বার বোলারদের মনোবিদ দেখাতে হবে। মানসিক ভাবে বোলারেরা ক্রমশ চাপে পড়ে যাচ্ছে।”
অশ্বিনের মনে হয়েছে, এখনকার উইকেটে ফুলটস বল করা বেশি বুদ্ধিমানের কাজ। তিনি বলেন, “আগের ম্যাচে যুজবেন্দ্র চহল ফুলটস করছিল। কিন্তু সাই সুদর্শন সেগুলো মারতে পারছিল না। আমরা ছোটবেলায় শুনতাম, ফুলটস মারার বল। কিন্তু ফুলটস এখন খারাপ বল নয়। পিচে পড়ে যে বল আসছে সেই বল মারা বেশি সহজ। সেই তুলনায় ফুলটস মারা কঠিন।”
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন অশ্বিন। তবে আইপিএলে খেলছেন তিনি। ২০১৫ সালের পর আবার পুরনো দল চেন্নাই সুপার কিংসে ফিরেছেন তিনি। এ বারের নিলামে ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনেছে মহেন্দ্র সিংহ ধোনিদের দল।
এ বারের আইপিএলে প্রথম ম্যাচে চার ওভারে ৩১ রান দিয়েছেন অশ্বিন। নিয়েছেন এক উইকেট। শুরুটা খারাপ হয়নি চেন্নাইয়ের। প্রথম ম্যাচে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে তারা। চেন্নাইয়ের দ্বিতীয় ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। শুক্রবার ঘরের মাঠে বিরাট কোহলির বিরুদ্ধে খেলতে নামবেন অশ্বিন।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
১৬:৫৪
এই বয়সে ক্রিকেট খেলতে যাওয়া উচিত হয়নি, হুইলচেয়ারে বসেই মজা করলেন দ্রাবিড় -
১০:৩৮
হার্দিকের সঙ্গে ঝামেলা, গুজরাত-মুম্বই ম্যাচে প্রাক্তন সতীর্থকে কটূক্তি ভারতীয় অলরাউন্ডারের -
২৩:৩৪
দ্বিতীয় ম্যাচেও হার পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের, ৩৬ রানে জিতে খাতা খুলল শুভমনের গুজরাত -
২১:২৭
ভাল শুরু করেও মুম্বইয়ের বিরুদ্ধে ২০০ পেরোতে পারল না গুজরাত, হার্দিকদের লক্ষ্য ১৯৭ -
২০:২৩
ইডেনের মতোই বাড়ছে চেন্নাইয়ের পিচ বিতর্ক, ধোনিদের কোচের মন্তব্য উড়িয়ে দিলেন পুজারা