লর্ডস। ফাইল ছবি।
নেতৃত্ব ছেড়ে দেওয়া জো রুট চাপহীন। তাঁর শতরানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জিতেছে ইংল্যান্ড। কিন্তু খুশি হতে পারছে না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। কারণ, সদ্য প্রাক্তন অধিনায়ক রুটের জন্যই লাভের অঙ্ক কমল ইসিবি-র!
কেন লাভের অঙ্ক কমল ইসিবি-র? কারণ রুটের দাপটে প্রথম টেস্টের চতুর্থ দিন ১৫ ওভারের আগেই জিতে যায় ইংল্যান্ড। লর্ডসের নিয়ম অনুযায়ী, কারণ যাই হোক, কমপক্ষে ১৫ ওভার খেলা না হলেই সে দিনের টিকিটের মূল্য দর্শকদের ফেরত দেওয়া হয়। ১৫.১ থেকে ২৯.৫ ওভারের মধ্যে খেলা হলে টিকিটের ৫০ শতাংশ অর্থ ফেরত পান দর্শকরা। টেস্টের চতুর্থ দিন ইংল্যান্ড ১৫ ওভারের আগেই লক্ষ্যে পৌঁছে যান। তাই নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে টিকিটের মূল্য ফেরত পাবেন দর্শকরা।
ইসিবি-র লাভ কমলেও ক্রিকেটপ্রেমীদের সোনায় সোহাগা। রুটের শতরান, দলের জয়, সঙ্গে লর্ডসের চতুর্থ দিনের টিকিটের পয়সা ফেরত।
Ahead of play today, please find below our ticket refund policy:
— Lord's Cricket Ground (@HomeOfCricket) June 5, 2022
- 15 overs or less – full refund
- 15.1 to 29.5 overs – 50% refund
- Refunds will be processed automatically & within 30 days via the original purchase method
Further details ⤵️#LoveLords | #ENGvNZ
রবিবার শতরান করার পাশাপাশি বিশ্বের ১৪তম ব্যাটার হিসেবে টেস্টে ১০ হাজার রান পূর্ণ করেছেন রুট। অ্যালিস্টার কুকের পর তিনিই ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটার, যিনি এই মাইল ফলক স্পর্শ করলেন। মাঠে উপস্থিত দর্শকদের তাতেই দিলখুস ছিল। টিকিটের অর্থ ফেরত তাঁদের কাছে কেকের উপর চেরির মতো।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy