Advertisement
১৩ নভেম্বর ২০২৪
Border Gavaskar Trophy

অস্ট্রেলিয়ায় কাদের সামলাতে হবে রোহিতদের? প্রথম টেস্টের দল ঘোষণা কামিন্সদের, সুযোগ তরুণ ওপেনারের

পার‌্‌থের ২২ গজের কথা মাথায় রেখে জোরে বোলিংয়ের উপর গুরুত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। রাখা হয়েছে দুই তরুণ ব্যাটারকে। ১৩ জনের দল ঘোষণা করা হয়েছে প্রথম টেস্টের জন্য।

picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১১:৫০
Share: Save:

বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বে ১৩ জনের দল ঘোষণা করা হয়েছে। দলে সুযোগ পেয়েছেন জশ ইংলিস। পার্‌থে ওপেনার হিসাবে খেলবেন নাথান ম্যাকসুইনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবে তাঁর।

চোটের জন্য ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। স্টিভ স্মিথ ওপেনিং থেকে আবার ফিরে যাচ্ছেন তাঁর চার নম্বর জায়গায়। তাই উসমান খোয়াজার সঙ্গে ওপেনার হিসাবে প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়া ২৫ বছরের ম্যাকসুইনিকে দলে নিয়েছে। ভারত ‘এ’ দলের বিরুদ্ধে মেলবোর্নের বেসরকারি টেস্টে সাফল্য পাননি ম্যাকসুইনি। রুতুরাজ গায়কোয়াড়ের দলের বিরুদ্ধে দু’ইনিংসে তিনি করেছিলেন যথাক্রমে ১৪ এবং ২৫ রান। দলে ঢোকার লড়াইয়ে ছিলেন বিশেষজ্ঞ ওপেনার মার্কাস হ্যারিসও। তবু তরুণ ওপেনারের উপর আস্থা রেখেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। এ ছাড়াও ব্যাটিং শক্তিশালী করতে রাখা হয়েছে ইংলিসকেও। যদিও প্রথম একাদশে তাঁর থাকার সম্ভাবনা কম। দেশের হয়ে সাদা বলের ক্রিকেট খেললেও এখনও টেস্ট অভিষেক হয়নি ইংলিসের।

দলে সুযোগ পেয়ে উচ্ছ্বাস গোপন করেননি ম্যাকসুইনি। তিনি বলেছেন, ‘‘গত দু’বছর ধরে শেফিল্ড শিল্ডে ধারাবাহিক ভাবে রান করেছি। আমার ব্যাটিং আগের থেকে অনেক উন্নত হয়েছে। পারফরম্যান্সও ধারাবাহিক। মনে হচ্ছে জীবনের সেরা ক্রিকেট খেলছি। ভারত ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাকের ম্যাচে ভাল ব্যাট করেছি। তারই সুফল পেলাম।’’ টেস্ট দলে সুযোগ পাওয়ার খবর মার্নাস লাবুশেনের কাছ থেকে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪টি ম্যাচে ৩৮.১৬ গড়ে রান করেছেন ম্যাকসুইনি। শেষ দু’মরসুমে তাঁর গড় ৪৩.৪৪। অস্ট্রেলিয়া ‘এ’ দল এবং সাউথ অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

অস্ট্রেলিয়া দলে এ ছাড়া কোনও চমক নেই। পার্‌থের দ্রুত গতির ২২ গজের কথা মাথায় রেখে দলে রাখা হয়েছে স্কট বোল্যান্ডকেও। কামিন্স ছাড়াও জোরে বোলার হিসাবে দলে রয়েছেন মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউডও।

অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, নাথান লায়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি এবং মিচেল স্টার্ক।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE