হরমনপ্রীতদের বার্তা সৌরভের ফাইল চিত্র
জয়ের কাছে গিয়েও হারতে হয়েছে। আরও এক বার দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। কমনওয়েলথ গেমসে সোনার আশা জাগিয়েও রুপো নিয়ে দেশে ফিরছেন হরমনপ্রীত কৌররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে ভারতের এই হার মেনে নিতে পারছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতির মতে, খেলা হরমনপ্রীতদের হাতে ছিল। সেখান থেকে হারায় হতাশা আরও বেশি হবে ভারতীয় দলের।
অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পরে টুইট করেন সৌরভ। রুপো জয়ের জন্য ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানালেও নিজের হতাশা লুকিয়ে রাখতে পারেননি তিনি। সৌরভ লেখেন, ‘রুপো জেতার জন্য ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা। কিন্তু ওরা হতাশ হয়ে দেশে ফিরবে। কারণ খেলা ওদের হাতে ছিল।’
Congratulations to the Indian women's team for winning silver ..But they will go home disappointed as it was their game tonite ..@BCCIWomen
— Sourav Ganguly (@SGanguly99) August 7, 2022
কমনওয়েলথ গেমসের ফাইনালে ভারতীয় মহিলা দলের হার ফিরিয়ে আনছে ২০১৭ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালের স্মৃতি। সে বার ফাইনালে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে তারা ২২৮ রান করেছিল। জবাব ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯১ রান ছিল ভারতের। সেখান থেকে ২১৯ রানে অলআউট হয়ে গিয়েছিলেন ঝুলন গোস্বামীরা। ৯ রানে ম্যাচ হেরেছিল ভারত। রবিবারের ফাইনালেও অস্ট্রেলিয়ার কাছে সেই ৯ রানেই হারতে হয়েছে হরমনপ্রীতদের।
এ বারের কমনওয়েলথ গেমস শুরু হওয়ার আগে হরমনপ্রীত বলেছিলেন, সোনা জেতার লক্ষ্য নিয়েই নামছেন তাঁরা। প্রতিযোগিতায় মাত্র দু’টি ম্যাচ হেরেছে ভারত। দু’টিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। উল্লেখ্য, দু’টি ম্যাচই এক সময় দেখে মনে হচ্ছিল ভারত জিতবে। কিন্তু ম্যাচের মধ্যে কয়েকটি ভুল ভারতের সোনা জয়ের আশায় জল ঢেলে দেয়। শেষ পর্যন্ত রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy