অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। ছবি: আইসিসি।
টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম দু’টি ম্যাচ হেরে রণে ভঙ্গ স্টিভ স্মিথ-সহ ছয় ক্রিকেটারের। ভারতের বিরুদ্ধে সিরিজ়ের মাঝপথেই অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন বিশ্বজয়ী দলের ক্রিকেটারেরা। থেকে যাচ্ছেন শুরু বিশ্বকাপ ফাইনালে শতরান করা ট্র্যাভিস হেড। শেষ তিনটি ম্যাচ তাঁরা খেলবেন না। নতুন করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলের কাছে প্রথম দুই ম্যাচ হারের পর বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তারা। উল্লেখ্য, ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজ়। মঙ্গলবারই অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন স্মিথ এবং অ্যাডাম জ়াম্পা। বুধবার দেশে ফিরবেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, জশ ইংলিস এবং সিন অ্যাবট। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও এই চার ক্রিকেটারের খেলার সম্ভাবনা কম।
সোমবারই ভারতে থাকা দলের সঙ্গে যোগ দিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ফিলিপস এবং ব্যাটার বেন ম্যাকডারমট। রায়পুরে চতুর্থ ম্যাচের আগে যোগ দেবেন বেন ডোয়ার্শুইস এবং স্পিনার ক্রিস গ্রিন।
শেষ তিন ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার দল: ম্যাথু ওয়েড, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, বেন ডোয়ার্শুইস, মাথান এলিস, ক্রিস গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, বেন ম্যাকডারমট, জশ ফিলিপ, তনবীর সাঙ্ঘা, ম্যাট শর্ট এবং কেন রিচার্ডসন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy