লারা, স্টেন হায়দরাবাদের নতুন বিশেষজ্ঞ কোচ। ফাইল ছবি
২০১৬ সালে খেতাব জিতেছিল তারা। পরের চার বছর প্লে-অফে গিয়েছিল। মাঝে ২০১৮-য় এক বার রানার্সও হয়েছে। কিন্তু এ বারের আইপিএল-টা খুবই খারাপ গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের কাছে। লিগ তালিকায় সবার শেষে ছিল তারা।
আগামী মরসুমের আইপিএল-এর আগে দলের খোলনলচে বদলে ফেলা শুরু করে দিল সানরাইজার্স। বৃহস্পতিবারই ব্যাটিং কোচ হিসেবে ব্রায়ান লারাকে নিয়োগ করল তারা। শুধু তাই নয়, পেস বোলিং কোচ হিসেবে আনা হয়েছে ডেল স্টেনকে। স্পিন বোলিং কোচ হয়েছেন মুথাইয়া মুরলীধরন। ক্রিকেটার খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার হেমাঙ্গ বাদানিকে। পাশাপাশি ফিল্ডিং কোচও বাদানি।
Introducing the new management/support staff of SRH for #IPL2022!
— SunRisers Hyderabad (@SunRisers) December 23, 2021
Orange Army, we are #ReadyToRise! 🧡@BrianLara #MuttiahMuralitharan @TomMoodyCricket @DaleSteyn62 #SimonKatich @hemangkbadani pic.twitter.com/Yhk17v5tb5
দলের কোচ হিসেবে থাকছেন টম মুডি। তাঁর সহকারী হিসেবে কাজ করবেন সাইমন কাটিচ। আগামী বছর ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুতে হতে চলেছে আইপিএল-এর মেগা নিলাম। তার আগে অধিনায়ক কেন উইলিয়ামসন, আবদুল সামাদ এবং উমরান মালিককে ধরে রাখা হয়েছে। ডেভিড ওয়ার্নার, রশিদ খানদের ছেড়ে দিয়েছে তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy