Advertisement
০৬ নভেম্বর ২০২৪
BCCI

বিপুল আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড, পাশে কি দাঁড়াবে কেন্দ্রীয় সরকার?

আইসিসির নিয়মানুযায়ী, কোনও দেশ বিশ্বকাপ আয়োজন করতে চাইলে সরকারের তরফে কর ছাড়ের অনুমতি আদায় করতে হয়। সেটা না পেলে বোর্ডের অনেক টাকা ক্ষতি হতে পারে।

ক্ষতির মুখে দাঁড়িয়ে বোর্ড।

ক্ষতির মুখে দাঁড়িয়ে বোর্ড। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২২ ১৫:১৪
Share: Save:

বিপুল আর্থিক ক্ষতির সামনে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত সরকার যদি পরের বছর বিশ্বকাপ আয়োজনের সময় কর ছাড় না দেয়, তা হলে ৯৫৫ কোটি টাকা ক্ষতি হতে পারে বিসিসিআইয়ের। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। ক্ষতির অঙ্ক জানিয়ে সব রাজ্য সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে বোর্ডের তরফে।

আইসিসির নিয়মানুযায়ী, কোনও দেশ বিশ্বকাপ আয়োজন করতে চাইলে সরকারের তরফে কর ছাড়ের অনুমতি আদায় করতে হয়। যদি কর ছাড় না পাওয়া যায়, তা হলে সেই অর্থ আয়োজক দেশের ক্রিকেট বোর্ডকেই দিতে হয়। সে ক্ষেত্রে, ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে যত টাকা কর দিতে হবে আইসিসিকে, সেই টাকা বাদ দেওয়া হবে আইসিসি থেকে পাওয়া বোর্ডের লভ্যাংশ থেকে।

ভারতের করের নিয়মে এ ধরনের ছাড়ের কোনও নিয়ম নেই। সে কারণে ২০১৬-তে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে বিসিসিআইয়ের কোষাগার থেকে বেরিয়ে গিয়েছিল ১৯৩ কোটি টাকা। সেই নিয়ে এখনও আইসিসির আদালতে মামলা চলছে। ক্ষতির পরিমাণ অনেক বাড়তে পারে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করতে গেলে।

সম্প্রচারস্বত্বে লাভের ক্ষেত্রে ২১.৮৪ শতাংশ কর নেওয়া হবে সরকারের তরফে। তা কমিয়ে ১০.৯২ শতাংশ করার চেষ্টা করছে বিসিসিআই। সে ক্ষেত্রে আর্থিক ক্ষতির পরিমাণ কমে ৪৩০ কোটি টাকা হবে। আইসিসির আশা, ৫০ ওভারের বিশ্বকাপ থেকে সম্প্রচার বাবদ ৪৪০০ কোটি টাকা লাভ করতে পারে তারা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE