Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
India vs Sri Lanka

১৩ দিন আগে বদলে গেল ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচি, কবে শুরু হবে দু’দেশের খেলা?

শ্রীলঙ্কা সফর থেকে ভারতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব নেবেন গম্ভীর। এই সিরিজ়ে ২০ ওভারের ক্রিকেটে ভারতের অধিনায়ক হতে পারেন হার্দিক। এক দিনের ক্রিকেটে নেতৃত্ব দিতে পারেন রাহুল।

picture of Indian cricket team

ভারতীয় ক্রিকেট দল। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ২১:২২
Share: Save:

জ়িম্বাবোয়ে সিরিজ়ের পর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ভারতীয় ক্রিকেট দলের। সে দেশে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ় খেলবে ভারতীয় দল। সিরিজ় শুরুর ১৩ দিন আগে বদলে গেল সূচি। নতুন সূচি সমাজমাধ্যমে প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

শ্রীলঙ্কা সফর থেকে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন গৌতম গম্ভীর। সিরিজ় শুরু হওয়ার কথা ছিল ২৬ জুলাই থেকে। নতুন সূচি অনুযায়ী, এক দিন পর শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজ়। ২৭ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দু’দল। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে পরের দিন ২৮ জুলাই। তৃতীয় ২০ ওভারের ম্যাচটি হবে ৩০ জুলাই। প্রতিটি ম্যাচই হবে পাল্লেকেলে। ভারত-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়।

দু’দলের এক দিনের সিরিজ় শুরু হবে ২ অগস্ট থেকে। এক দিনের সিরিজ়ের তিনটি ম্যাচই হবে কলম্বোয়। দ্বিতীয় এক দিনের ম্যাচ হবে ৪ অগস্ট। দ্বিপাক্ষিক সিরিজ়ের শেষ ম্যাচ ৭ অগস্ট।

শ্রীলঙ্কা সফরেও বিশ্রাম নিতে পারেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। বিসিসিআই সূত্রে খবর, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পাণ্ড্য। এক দিনের ক্রিকেটে অধিনায়ক হতে পারেন লোকেশ রাহুল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India vs Sri Lanka T20I ODI BCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE