দুই ওপেনার ভাল খেলছেন। ছবি টুইটার
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের মুখে বাংলাদেশ। পঞ্চম দিন জিততে পাকিস্তানের দরকার ৯৩ রান। হাতে দশটি উইকেটই রয়েছে। ২০২ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান বিনা উইকেটে ১০৯ রান তুলেছে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়েছিল বাংলাদেশ। দিনের শেষে ৩৯ রানে হারিয়েছিল ৪ উইকেট। সোমবার লিটন দাসের (৫৯) অর্ধশতরান এবং ইয়াসির আলির ৩৬ রানের সৌজন্যে ১৫৭ রান তোলে তারা। শেষের দিকে কোনও ব্যাটারই দাঁড়াতে পারেননি। শাহিন আফ্রিদি ৫ উইকেট নেন। তিনটি উইকেট নেন সাজিদ খান।
Day-Four, end of play: 109 for no loss - 50s for both openers!
— Pakistan Cricket (@TheRealPCB) November 29, 2021
Pakistan need 93 more tomorrow. #BANvPAK #HarHaalMainCricket pic.twitter.com/n0uLc9Vy6O
জবাবে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত পাকিস্তান ব্যাটারদের বিপদে ফেলতে পারেনি বাংলাদেশ। দুই ওপেনারই জুটিতে শতরান পার করে দিয়েছেন। আবিদ আলি ৫৬ রানে এবং আবদুল্লা শফিক ৫৩ রানে ব্যাট করছেন। পঞ্চম দিনে বিরাট কোনও অঘটন ছাড়া বাংলাদেশের পক্ষে এই টেস্টে জেতা কার্যত অসম্ভব।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy