Advertisement
০৬ নভেম্বর ২০২৪
India Vs Bangladesh

ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ‘ভুল’ শাকিবদের, আইসিসির শাস্তির মুখে পড়ার সম্ভাবনা বাংলাদেশের

চেন্নাই টেস্টের প্রথম দিনে মাত্র ৮০ ওভার বল করেছে বাংলাদেশ। যা বিপদে ফেলতে পারে নাজমুল হাসান শান্তদের।

Shakib Al Hasan

শাকিব আল হাসান। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪৬
Share: Save:

চেন্নাই টেস্টের শুরুটা বাংলাদেশের জন্য বেশ ভাল হয়েছিল। দিনের শেষটা যদিও ভাল হয়নি। রোহিত শর্মা, বিরাট কোহলিদের অল্প রানে ফিরিয়ে দিলেও রবিচন্দ্রন অশ্বিন শতরান করেন। রান করেন রবীন্দ্র জাডেজাও। কিন্তু চেন্নাই টেস্টের প্রথম দিনে মাত্র ৮০ ওভার বল করেছে বাংলাদেশ। যা বিপদে ফেলতে পারে নাজমুল হাসান শান্তদের।

আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের কারণে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা হয়। সময়ের মধ্যে যতগুলি ওভার কম করবে একটি দল, তত পয়েন্ট কাটা হবে। বাংলাদেশ প্রথম দিনে ৮০ ওভার বল করে। টেস্টে প্রতি দিন ৯০ ওভার বল করা হয়। কিন্তু ৩০ মিনিট অতিরিক্ত খেলা হলেও বাংলাদেশ নির্দিষ্ট ওভার শেষ করতে পারেনি। যে প্রসঙ্গে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বলেন, “৩০ মিনিট অতিরিক্ত খেলা হল। তাতেও বাংলাদেশ ৮০ ওভারের বেশি বল করতে পারল না। এটা মেনে নেওয়া যায় না।”

৮০ ওভারের মধ্যে বাংলাদেশের পেসারেরা ৫০ ওভার বল করেছেন। তিন স্পিনার মিলে ৩০ ওভার করেছেন। পেসারদের বল করতে সময় লেগেছে। সেই কারণেই বাংলাদেশ প্রথম দিনে ৯০ ওভার শেষ করতে পারেনি। গোটা টেস্টে যদি মন্থর ওভাররেট থাকে তা হলে পয়েন্ট কাটা হবে বাংলাদেশের। এর আগে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলেরও মন্থর ওভাররেটের কারণে পয়েন্ট কাটা গিয়েছিল।

৮০ ওভার খেলা হলেও ভারত প্রথম দিনে ৩৩৯ রান তুলে নেয়। রবিচন্দ্রন অশ্বিন দ্রুত রান তোলেন। প্রথম দিনে ১০২ রান করেন তিনি। যদিও দিনের শুরুতে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিলেরা পর পর আউট হয়ে যাওয়ায় বোঝা যায়নি ভারত এত রান তুলতে পারবে।

অন্য বিষয়গুলি:

India Vs Bangladesh Najmul Hossain Shanto ICC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE