সচিন তেন্ডুলকরের শতরানের রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করে সচিনকে টপকালেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসাবে সব থেকে বেশি শতরান হল ওয়ার্নারের। এত দিন এই রেকর্ড ছিল সচিনের দখলে।
ওপেনার হিসাবে সচিন ৪৫টি শতরান করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের ৪৬তম শতরান করলেন ওয়ার্নার। টেস্টে ২৫, এক দিনের ম্যাচে ২০ ও টি-টোয়েন্টিতে একটি শতরান রয়েছে তাঁর (সচিনের সব মিলিয়ে ১০০টি শতরান রয়েছে। টেস্টে তিনি চার নম্বরে খেলতেন। তাই টেস্টে শতরান এই তালিকায় নেই)। তবে সচিনের নজির ভাঙতে অনেক বেশি ইনিংস খেলেছেন ওয়ার্নার। ওপেনার হিসাবে ৩৪২ ইনিংসে ৪৫টি শতরান করেছিলেন সচিন। ওয়ার্নার নিয়েছেন ৪২৮ ইনিংস।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসাবে ৪০ বা তার বেশি শতরান রয়েছে পাঁচ ব্যাটারের। শীর্ষে ওয়ার্নার। দ্বিতীয় স্থানে সচিন। তিন নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটার ক্রিস গেল। ৫০৬ ইনিংসে ৪২টি শতরান করেছেন তিনি। শ্রীলঙ্কার ওপেনার সনৎ জয়সূর্য ৫৬৩ ইনিংসে ৪১টি শতরান করেছেন তিনি। চার নম্বরে রয়েছে জয়সূর্য। অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন রয়েছেন পাঁচ নম্বরে। ৩৪০ ইনিংসে ৪০টি শতরান করেছেন তিনি।
আরও পড়ুন:
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের পরে ভারতে আসবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ় খেলবে ভারত-অস্ট্রেলিয়া। তার পরেই বিশ্বকাপ। সেখানে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ৮ অক্টোবর। প্রতিপক্ষ সেই ভারত।