Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Ashes 2023

সুযোগ পেলে আবার করব, বেয়ারস্টো বিতর্কে ক্যারি

প্রসঙ্গত হেডিংলে টেস্টে ক্যারির স্টাম্পিং নিয়ে সমালোচনার ঝড় ওঠে ক্রিকেটমহলে। কিন্তু সেই মন্তব্য যে আদৌ তাঁকে স্পর্শ করতে পারেনি, তা স্পষ্ট করে দেন ক্যারি।

অ্যালেক্স ক্যারি (বাণ দিকে), জনি বেয়ারস্টো(ডান দিকে)।

অ্যালেক্স ক্যারি (বাণ দিকে), জনি বেয়ারস্টো(ডান দিকে)। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৩ ০৯:৫২
Share: Save:

আগামী সপ্তাহ থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হবে অ্যাশেজ় সিরিজ়ের চতুর্থ টেস্ট। তার আগেই অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি জানিয়ে দিলেন, সুযোগ পেলে ফের তিনি স্টাম্পিং করবেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টোকে।

প্রসঙ্গত হেডিংলে টেস্টে ক্যারির স্টাম্পিং নিয়ে সমালোচনার ঝড় ওঠে ক্রিকেটমহলে। কিন্তু সেই মন্তব্য যে আদৌ তাঁকে স্পর্শ করতে পারেনি, তা স্পষ্ট করে দেন ক্যারি। শনিবার তিনি বলেছেন, ‘‘তেমন সুযোগ পেলে ফের বেয়ারস্টোকে স্টাম্পিং করব।’’ তিনি আরও বলেছেন, ‘‘অ্যাশেজ়ে এর আগেও নানা ধরনের নোংরা কথাবার্তা শুনতে হয়েছে। তবে আগের মতোই দল আমার সঙ্গে রয়েছে, এবং ওরাও ব্যাপারটাকে সমর্থন করে।’’ ক্যারি বলেন, ‘‘আমরা জানি কোন বিষয়টা জরুরি। ক্যামেরন গ্রিনের বাউন্সার মাথা নিচু করে ছেড়ে জনি উইকেট ছেড়ে বেরিয়ে গিয়েছিল। ও তো কোনও শট খেলার উদ্যোগও নেয়নি। আমি বল ধরে দ্রুত স্টাম্প ভেঙে দিয়েছিলাম। বাকি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল আম্পায়ারদের। তাঁরা আউটের নির্দেশ দিয়েছিলেন।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE