বেন স্টোকসের নো-বল নিয়ে বিতর্ক ফাইল চিত্র।
ফের বিতর্কে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। তবে এ বার নিজের দোষে নয়, বরং প্রযুক্তিগত সমস্যার জেরে বিতর্কে জড়ালেন তিনি। অ্যাশেজে প্রথম টেস্টে বল করার সময় তাঁর পর পর তিনটি নো-বল নাকি ধরতেই পারেননি আম্পায়ার। চতুর্থ বলে ডেভিড ওয়ার্নার আউট হলে রিপ্লে-তে ধরা পড়ে সেই বলটিও নো-বল। ঠিক তার পরেই আগের তিনটি নো-বল ধরা পড়ে।
বল করতে নেমে প্রথম ওভারের চতুর্থ বলেই ওয়ার্নারকে বোল্ড করেন স্টোকস। তার পরেই তৃতীয় আম্পায়ার রিপ্লে-তে দেখেন নো-বল করেছেন তিনি। ফলে বেঁচে যান ওয়ার্নার। এই ঘটনার পরেই টেলিভিশন রিপ্লে-তে দেখা যায় সেই ওভারের আগের তিনটি বলও নো-বল করেছেন তিনি। ধরা পড়েনি আম্পায়ারের চোখে।
কিন্তু কী ভাবে এই ঘটনা ঘটল?
.@AlisonMitchell has breaking news about the no-balls not being called by the third umpire:
— 7Cricket (@7Cricket) December 9, 2021
"What happened before the start of this Test match is the technology that's provided to the ICC to enable (checking no-balls) went down."#Ashes pic.twitter.com/6RjK5nQCGv
আইসিসি-র নির্দেশ অনুযায়ী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি বলের সময় বোলারের সামনের পা কোথায় পড়েছে, অর্থাৎ নো-বল হয়েছে কি না সেটা দেখার দায়িত্ব তৃতীয় আম্পায়ারের। কিন্তু যে যন্ত্রে সেটা ধরা পড়ে সেই যন্ত্র খারাপ হয়ে যায় ব্রিসবেনে। ফলে মাঠের আম্পায়ারকেই নো-বলের দিকে নজর রাখতে হয়। কোনও ব্যাটার আউট হলেই কেবল তৃতীয় আম্পায়ার দেখছিলেন বলটি নো-বল হয়েছে কি না।
এই ঘটনা নিয়ে আইসিসি কোনও বিবৃতি না দিলেও বিতর্ক দেখা দিয়েছে। অনেকে বলছেন, যদি প্রথম বলেই আম্পায়ার নো-বল ডাকতেন তা হলে নিজের রান আপে বদল করতেন স্টোকস। সে ক্ষেত্রে পরের তিনটি নো-বল হয়তো হত না। কিন্তু আম্পায়ার তা না করায় নিজের রান আপ শোধরানোর সময় পাননি স্টোকস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy