ধোনির জয়েই পথ দেখাচ্ছে ফিঞ্চকে। —ফাইল চিত্র
এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টস জেতা মানেই ম্যাচ জেতা, এমনটাই দেখা গিয়েছে বেশির ভাগ ম্যাচে। তবে ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ তা মানতে নারাজ। তাঁর মতে আইপিএল-এ মহেন্দ্র সিংহ ধোনির দল টস হেরে আগে ব্যাট করলেও ম্যাচ জিতেছিলেন। তাই টসকেই মূল বলে মানতে নারাজ ফিঞ্চ।
দুবাইয়ের মাঠে ১৭টি টি২০ ম্যাচের মধ্যে ১৬টিতেই পরে ব্যাট করা দল জিতেছে। ফিঞ্চ বলেন, “প্রতিযোগিতা জিততে হলে প্রথমে ব্যাট করেও জিততে জানতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে আমি টস হারতেই চাইছিলাম। প্রথমে ব্যাট করে বড় রান করতে চাইছিলাম সেমিফাইনালে। এটা এমন একটা জায়গা যেখানে তুমি কখনওই নিজে থেকে আগে ব্যাট করতে চাইবে না, কিন্তু সেই সুযোগ পেলে ছেড়ে দেবে না। ফাইনালেও তাই।”
ফিঞ্চ বলেন, “আমরা আইপিএল ফাইনালে দেখেছি, চেন্নাই প্রথমে ব্যাট করে বড় রান তুলেছিল। বিপক্ষ ব্যাট করতে নামলে শুরু থেকে মারতে চেষ্টা করবে, তাতে উইকেট পড়তে পারে। তাতে ম্যাচ জেতা সম্ভব।”
২০১৫ সালের বিশ্বকাপের পর ফের আরও এক বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। সে বার অস্ট্রেলিয়া জিতেছিল। এ বার বদলা নেওয়ার সুযোগ নিউজিল্যান্ডের সামনে। ফিঞ্চ বলেন, “নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা সব সময়ই কঠিন। তিন ধরনের ক্রিকেটেই ওরা সাবলীল। দুর্দান্ত ফিল্ডিং করে দলটা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে হলে ৪০ ওভারই সতর্ক থাকতে হবে। যে কোনও পরিস্থিতিতে ওরা জিততে পারে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy