বিশ্ব টেস্ট ফাইনাল জেতার পর অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ছবি: রয়টার্স
শেষ বার ঘটেছিল ১৯৮৪ সালে। তার পর টেস্ট ক্রিকেটে আবার একই ঘটনা দেখা গেল। মাঝে পেরিয়ে গিয়েছে ৩৯ বছর। আইসিসির ক্রমতালিকায় একই দেশের তিন ব্যাটার প্রথম তিনটি স্থান দখল করে নিলেন। শেষ বার এই কীর্তি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের ব্যাটাররা। তার ৩৯ বছর পর আবার একই ঘটনা দেখা গেল।
সম্প্রতি বিশ্ব টেস্ট ফাইনাল জিতেছে অস্ট্রেলিয়া। তার পরেই ক্রমতালিকায় এই ঘটনা দেখা গিয়েছে। অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ এবং ট্রেভিস হেড প্রথম তিনটি স্থান নিয়ে নিয়েছেন। ভারতের বিরুদ্ধে ফাইনালে শতরান করার পুরস্কার পেয়েছেন স্মিথ এবং হেড। স্মিথ এক ধাপ উপরে উঠেছেন। অন্য দিকে, হেড তিন ধাপ উপরে উঠে তিন নম্বর স্থানে রয়েছেন।
১৯৮৪ সালে ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, ক্লাইভ লয়েড এবং ল্যারি গোমস প্রথম তিনটি স্থান দখল করে ছিলেন। তার পর থেকে কোনও দেশের তিন ক্রিকেটার এই কাজ করে দেখাতে পারেনি।
The last time three batters from the same side occupied the top three positions in the @MRFWorldwide ICC Men’s Test rankings was in 1984!
— ICC (@ICC) June 14, 2023
More ➡️ https://t.co/4C5bAV7FoQ pic.twitter.com/IwXXxKFqJf
গত বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন লাবুশেন। ২০টি ম্যাচে ১৫৭৬ রান করেছেন তিনি। পাঁচটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান রয়েছে। সমসংখ্যক ম্যাচে স্মিথ ১৪০৭ রান করেছেন। তাঁর চারটি শতরান এবং ছ’টি অর্ধশতরান রয়েছে। অন্য দিকে, হেড ভারত সফরে প্রথম ম্যাচে খেলেননি। কিন্তু ১৮টি ম্যাচে তিনি চারটি শতরান এবং ছ’টি অর্ধশতরান-সহ ১৩৮৯ রান করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy