ক্ষুব্ধ শোয়েব আখতার। টুইটারে আক্রমণ করলেন আফগানিস্তানকে। গ্রাফিক: শৌভিক দেবনাথ
কোনও রাখঢাক নেই। কড়া ভাষায় আফগানিস্তান দলের সমালোচনা করলেন শোয়েব আখতার। জানিয়ে দিলেন, খারাপ ব্যবহারের জন্যই আফগানিস্তান ক্রিকেট দলকে হারতে হয়েছে। ঈশ্বর তাঁদের শাস্তি দিয়েছেন। বুধবার ম্যাচের পর নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব ম্যাচের বিশ্লেষণ করতে বসেছিলেন। সেখানেই আফগানিস্তান ক্রিকেটারদের তীব্র ভাষায় আক্রমণ করেন। সরাসরি না বললেও সে দেশের সাম্প্রতিক অস্থির রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে শোয়েব বলেন, ‘‘আফগানিস্তান যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে, তখন গোটা পাকিস্তান তাদের পাশে দাঁড়িয়েছে। এই তার প্রতিদান! আসিফ আলি আউট হওয়ার পরে যা করা হল, সেটা কী ধরনের আচরণ! ওকে ধাক্কা মারা হল, গালিগালাজ করা হল।’’
আফগানিস্তান দলের উদ্দেশে এর পর শোয়েব বলেন, ‘‘তোমরা ক্রিকেট খেলতে এসেছ, সেটা খেলো। তার জন্য আবেগ থাকা ভাল। কিন্তু অসভ্যতা ভাল নয়। এই জন্যই ঈশ্বর তোমাদের সাজা দিয়েছে। এই জন্যই এক জন পাঠান ছক্কা মেরে তোমাদের হারিয়ে দিল। তোমাদের কাঁদতে হল।’’
বুধবার পাকিস্তান রান তাড়া করার সময় ১৯তম ওভারের পঞ্চম বলে দুই দলের ক্রিকেটারদের মধ্যে মারপিট শুরু হয়। ফারিদ আহমেদের বলে হুক করে ছয় মারতে যান আসিফ আলি। কিন্তু ব্যর্থ হন। সেই বলে ক্যাচ ধরেন করিম জনত। আসিফ আউট হতেই তাঁর সামনে গিয়ে ঘুসি মারার ইঙ্গিত করেন ফারিদ। তাতেই রেগে যান আসিফ। তিনিও ব্যাট উঁচিয়ে তাঁকে মারার ইঙ্গিত করেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই আফগানিস্তানের অন্য ক্রিকেটাররা চলে আসেন। তাঁরা ফারিদকে সরিয়ে নিয়ে যান।
আসিফ বেরিয়ে যেতে যেতেও কিছু বলতে থাকেন। সেই অবস্থায় তাঁকে ঠান্ডা করেন হাসান আলি। তিনি মাঠে এসে শান্ত হতে বলেন ফারিদকেও। পরিস্থিতি সামলে নেন তাঁরা। নইলে মাঠের মধ্যেই একে অপরের গায়ে হাত তুলে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। পরিস্থিতি সামলাতে ছুটে আসেন আম্পায়াররাও।
This is what Afghan fans are doing.
— Shoaib Akhtar (@shoaib100mph) September 7, 2022
This is what they've done in the past multiple times.This is a game and its supposed to be played and taken in the right spirit.@ShafiqStanikzai your crowd & your players both need to learn a few things if you guys want to grow in the sport. pic.twitter.com/rg57D0c7t8
শোয়েব এক হাত নেন আফগান সমর্থকদেরও। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ম্যাচের পর তাঁরা গ্যালারিতে পাকিস্তানী সমর্থকদের মেরেছেন। সেই ঘটনার ভিডিয়ো টুইট করে শোয়েব লেখেন, ‘এই তো আফগান সমর্থকদের অবস্থা। দেখুন, এরা কী করছে। আগেও ওরা বহু বার এ রকম করেছে। খেলাটাকে খেলার মতো করে দেখা উচিত। শাফিক স্টানিকজাই (আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা), আপনি দেখুন, আপনার ক্রিকেটার আর সমর্থকরা কী কাণ্ড করছে। খেলায় উন্নতি করতে চাইলে সবার আগে এদের সহবত শেখান।’’
বুধবার এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের কাছে আফগানিস্তান এক উইকেটে হেরে যায়। অভিযোগ, প্রচণ্ড উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে আফগানিস্তান হারতেই পাক সমর্থকদের উপর চড়াও হন সে দেশের সমর্থকরা। এই ঘটনার একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
হারার ফলে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান। এর পরেই ভিডিয়োয় দেখা যায় আফগান সমর্থকেরা শারজার গ্যালারির চেয়ার উপড়ে ফেলে পাক সমর্থকদের দিকে ছুড়ছেন। জলের বোতলও ছোড়া হয়। চেয়ার দিয়ে মারতেও দেখা যায় আফগান সমর্থকদের। স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীদের আয়ত্তের বাইরে চলে যায় গোটা বিষয়টা। তবে এই ঘটনায় কারও আহত হওয়ার খবর নেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy